President of India to inaugurate Bengal Global Business Summit 2017 today
Hon’ble President of India will inaugurate the third edition of Bengal Global Business Summit today. The two-day long summit has been organised at Milan Mela Grounds, Kolkata. Business delegations from Japan, Germany, United States of America, UK, Canada, Italy, Russia, China and several other countries are participating in the two-day meeting.
Port, mining and MSME will be the key areas to focus at Bengal Global Business Summit (BGBS) 2017. MSMEs are undoubtedly the area which will get attention in the upcoming BGBS. Handicraft, textile, jute, gems and jewellery have huge prospect in this state as adequate land is ready for making industrial parks.
Startups will be the toast of Bengal Global Business Summit (BGBS) 2017 with some of the biggest entrepreneurs in recent times participating in the summit.
মাননীয় রাষ্ট্রপতির উপস্থিতিতে আজ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন
ভারতের মাননীয় রাষ্ট্রপতি আজ তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মিলন মেলা প্রাঙ্গনে। আমেরিকা, ব্রিটেন, কানাডা, ইতালি, রাশিয়া, চীন সহ নানা দেশের প্রতিনিধিরা থাকবেন এই সম্মেলনে।
বন্দর, খনি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে। শিল্প ও বানিজ্য দপ্তর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্গত বস্ত্র, রত্ন, গয়না, চামড়া, পাট, কামারশিল্প, ঢালাই ও হস্তশিল্পকেও তুলে ধরবে।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭য় স্টার্ট-আপ হতে চলেছে ‘মধ্যমণি’। সাম্প্রতিককালের কিছু নামকরা স্টার্ট-আপের প্রতিনিধিরা থাকবেন এই সম্মেলন।