Bengal Govt sets up Judicial School
The West Bengal Judicial School was inaugurated on Saturday at Newtown by the State Minister in Charge of the Judiciary Department.
The aim of the School would be to act as a training and research centre for all the students, lawyers and even judges and anybody connected to the legal profession.
The Bengal Government has already taken up steps like video conferencing facility in the eight of the State’s correctional homes in order to speed up the legal processes. Three new district courts has also been set up, besides spending Rs 100 crore for the development in the judiciary infrastructure.
পশ্চিমবঙ্গ জুডিসিয়াল স্কুল চালু হল
শনিবার নিউ টাউনে পশ্চিমবঙ্গ জুডিসিয়াল স্কুলের উদ্বোধন করলেন জুডিসিয়ারি দপ্তরের বিচারবিভাগীয় মন্ত্রী।
রাজ্য সরকার বিচার বিভাগীয় আধিকারিক ও আইনজীবীদের জন্য প্রশিক্ষণ দেওয়াই এই স্কুলের উদ্দেশ্য।
রাজ্য সরকারের সহযোগিতায় ৮টি সংশোধনাগারে বিচার প্রক্রিয়ার দ্রুততার কথা ভেবে ভিডিও কনফারেন্সিং চালু হয়েছে। ৩ টি নতুন জেলা আদালতও তৈরি হয়েছে। বিচারপ্রার্থীদের পরিবারের জন্য বিভিন্ন আদালতে ছাউনি তৈরি করা হয়েছে এবং বিচারবিভাগীয় পরিকাঠামোগত উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা ব্যয় করছে জুডিসিয়ারি দপ্তর।