State’s Employment Bank portal to now list the people who have got jobs

0
1320
Mamata
Mamata
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:2 Minute, 43 Second

State’s Employment Bank portal to now list the people who have got jobs

State’s Employment Bank portal to now list the people who have got jobs

Under the inspiring leadership of Chief Minister Mamata Banerjee, the West Bengal Government had set up the Employment Bank three years ago.

Already 23 lakh people have entered their names in the programme, with details of their educational and technical qualifications. A portal was developed by the State Labour Department for the Employment Bank, which became effective from July 2013.

Now the portal is being further developed, wherein those who have got jobs would have their names uploaded in another list, as well as the names of the organisations, both Government and private, in which they have got employment. This would enable the Department to keep a tab on the number of people who have got jobs through the Employment Bank.

According to the State Labour Minister, one lakh youth among the people enlisted in the Employment Bank are getting a monthly stipend of Rs 1,500 under the Yuvashree Scheme. They are also being provided job-related training.

এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে কত চাকরি, হিসাব দিতে রাজ্যে হচ্ছে নতুন পোর্টাল

রাজ্যে বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে বছর তিনেক আগে এমপ্লয়মেন্ট ব্যাংক চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ২৩ লক্ষ আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা, কারিগরি দক্ষতাসহ নাম নথিভুক্ত করেছেন।

কত জন যুবক-যুবতীর সরকারি ও বেসরকারি ক্ষেত্রে চাকরি হয়েছে, তার হিসেবে দেওয়ার ব্যবস্থা চালু করতে নতুন করে পোর্টাল তৈরি করতে চলেছে শ্রম দপ্তর। যেখানে কোনও আবেদনকারী যে কোনও সংস্থায় চাকরি পেয়ে গেলে, তার উল্লেখ থাকবে। ফলে আবেদনকারীর মধ্যে কত জন চাকরি পেয়েছেন, সেই সংখ্যাও শ্রম দপ্তরের হাতে থাকবে।

২০১৩ সালে জুলাই মাসে এমপ্লয়মেন্ট ব্যাংক নামে নতুন পোর্টাল চালু হয়। যেখানে অনলাইনে চাকরি প্রার্থী তাঁর শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, মোবাইল নম্বরসহ নানাবিধ বিষয় উল্লেখ করতে পারেন। যে কোনও সংস্থা ওই ‘বায়োডেটা’ দেখে চাকরিপ্রার্থীদের নিযুক্ত করতে পারবে।

এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভূক্ত করা এক লক্ষ যুবক-যুবতীকে যুবশ্রী প্রকল্পের অন্তর্গত ১৫০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার। তাঁদের চাকরির সুবিধার জন্য প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD