Record paddy production in Singur
After record potato production earlier this year, Singur has again scripted history by producing record output of paddy, amounting to 32 maund (nearly 1195 kg).
SRI and Drum-seeder techniques were used for paddy cultivation in Singur. Translplanter machines were used for cutting the paddy. The results are for all to see.
The work for cutting ‘Boro’ paddy started in Beraberi and Gopalnagar mouzas of Singur on Friday. Paddy cultivation was carried out on 230 acres of land.
Apart from paddy, til (sesame) was cultivated on 70 acres of land, corn on 26 acres, ‘kolai’ dal on 25 acres, mung dal on 25 acres. They will soon be harvested.
এবার সিঙ্গুরে রেকর্ড ধান উৎপাদন
রেকর্ড আলুর ফলন হয়েছিল। এবার বোরো ধান উৎপাদনেও রেকর্ড করল সিঙ্গুর। এক বিঘা জমি থেকে পাওয়া গেল ৩২ মন ধান।
সিঙ্গুরে ধানের চাষ হয়েছিল এসআরআই ও ড্রামসিডার পদ্ধতিতে। ধান কাটার জন্য ব্যবহার করা হয়েছিল ট্রান্সপ্লান্টার মেশিন। ফল মিলেছে হাতেনাতে।
শুক্রবার সিঙ্গুরের বেড়াবাড়ি ও গোপালনগর মৌজায় জোরকদমে শুরু হল বোরো ধান কাটার কাজ।
সিঙ্গুরের মোট ২৩০ একর জমিতে বোরো ধান কাটা হয়। বোরো ধান ছাড়াও ৭০ একর জমিতে তিল, ২৬ একরে ভুট্টা, ২৫ একরে কলাই এবং ২৫ একর জমিতে মুগ ডালে চাষ করা হয়েছিল। ইতিমধ্যেই তিল, ভুট্টা গাছে শুঁটি ধরতে শুরু করেছে। পাকতে শুরু করেছে কলাই এবং মুগ।