Bengal Govt to produce certified potato seeds of higher grade
The State’s Agriculture Department, in collaboration with Central Potato Research Institute, is going to produce certified higher grade seeds for potato plants.
Production of potato from seeds produced in the State itself would help in reducing the price of the vegetable. Additionally, crops produced from these certified seeds would also be resistant to diseases, unlike the crops produced from the stored tubers.
The higher grade seeds would be certified as such in nationally accredited research laboratories. One laboratory is coming up at Anandapur in Purba Medinipur district, inside the premises of a State Agriculture Department potato research farm. Such laboratories would be gradually set up at the other Government-owned potato research farms of the State too.
The production of these higher grade seeds is a three-step process. The first step would be the production of breeder seeds, which would be the done during the next breeding season. An intermediate stage seed would be produced the season after that, and finally, during the third season, the certified seed.
The State Government has plans to produce one-third of the required amount of potato seeds during the first stage.
Bengal is the second highest producer of potatoes in the country.
রাজ্যেই উন্নত মানের আলু বীজ উৎপাদনের উদ্যোগ
রাজ্যেই উন্নতমানের সার্টিফায়েড আলুর বীজ উৎপাদনের প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য কৃষি দপ্তর।
রাজ্যে আলুর বীজ উৎপাদন হলে দামও কিছুটা কমবে। এছাড়া, সার্টিফায়েড বীজ ব্যবহার করলে আলু গাছের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যাবে।
পূর্ব মেদিনীপুরের আনন্দপুরে কৃষি দপ্তরের খামারে রয়েছে আলু গবেষণা কেন্দ্র। সেন্ট্রাল পটাটো রিসার্চ ইন্সটিটিউটের সঙ্গে চুক্তির পর ওই গবেষণা কেন্দ্রেই ব্রিডার সিড তৈরী করা হবে। আগামী মরশুমেই রাজ্য সরকারের গবেষণা কেন্দ্রে ব্রিডার সিড তৈরী হয়ে যাবে।
প্রথম দফায় রাজ্যের এক তৃতীয়াংশ আলু চাষে প্রয়োজনীয় সার্টিফায়েড বীজ উৎপাদনের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।
আলু উৎপাদনের নিরিখে দেশের মধ্যে বাংলার স্থান দ্বিতীয়।
তিন বছরের মধ্যে কৃষকদের কাছে রাজ্যে উৎপাদিত সার্টিফায়েড আলুর বীজ পৌঁছে যাবে। আগামী মরশুমেই রাজ্য সরকারের গবেষণা কেন্দ্রে ব্রিডার সিড তৈরী হয়ে যাবে। তারপর আরও দুটি পর্যায়ের শেষে তৈরী হবে চাষযোগ্য আলুর বীজ।