Plastindia Empowering Growth 2018 – To be held at Gandhinagar, Gujarat in February 2018.

0
985
Plastindia Empowering Growth 2018
Plastindia Empowering Growth 2018
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:5 Minute, 6 Second

Plastindia Empowering Growth 2018 (The 10th International Plastics Exhibition , Conference & Convention) .
Which is to be held at Gandhinagar, Gujarat in February 2018.

Original Bengali Report by Hirak Mukherjee follows:

গুজরাতের গান্ধীনগরে হতে চলেছে ১০-ম ইন্টারন্যাশনাল প্লাস্টিক এক্সিবিশন

নিজস্ব প্রতিনিধি(৩ নভেম্বর ‘১৭):- আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ৭ থেকে ১২ তারিখ গুজরাট রাজ্যের অন্তর্গত আহমেদাবাদের গান্ধীনগরে “প্লাস্টিণ্ডিয়া এমপাওয়ারিং গ্রোথ ২০১৮” শীর্ষক ১০-ম ইন্টারন্যাশনাল প্লাস্টিক এক্সিবিশন কনফারেন্স ও কনভেনশান হতে চলেছে ৷
বলা হচ্ছে , এই প্রদর্শনী তথা বিক্রয় মেলা পৃথিবীর ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম ও দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে বৃহত্তম মেলা ৷

আজ কোলকাতায় এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য প্রদান করে প্লাস্টিণ্ডিয়া ফাউণ্ডেশন ৷ প্লাস্টিণ্ডিয়া ফাউণ্ডেশন হলো দেশের প্লাস্টিক সামগ্রী নির্মাণ ও রপ্তানীকারক সংস্থাগুলোর শীর্ষ সংগঠন ৷

আজ প্লাস্টিণ্ডিয়া এমপাওয়ারিং গ্রোথ ২০১৮ -র জাতীয় কার্যকারিণী সমিতির চেয়ারম্যান রাজীব চৈতালিয়া সাংবাদিকদের সম্বোধিত করতে গিয়ে জানান ” এই প্রদর্শনী তথা বিক্রয় মেলায় ভাগ নিচ্ছে ভারত ছাড়াও ৪০ টা বৈদেশিক রাষ্ট্র৷

ভারত থেকে ১,৫০০ জন ব্যবসায়ী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছেন ৷ বিদেশী রাষ্ট্র থেকে আসছেন আরো ৫০০-র বেশী ব্যবসায়ী ৷আশা করা হচ্ছে কমবেশী ২ লাখ দর্শক এই প্রদর্শনী দেখতে যাবেন৷ “

সাংবাদিক সম্মেলনে ভাগ নিয়ে প্লাস্টিণ্ডিয়া ফাউণ্ডেশন-এর সভাপতি কে কে সেকসারিয়া জানান ” দর্শনার্থীদের জন্য গুজরাটের বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে থাকবে তথ্য কেন্দ্র ৷ বিদেশ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শকরা ঐ তথ্য কেন্দ্রে নাম নথীভুক্ত করলেই প্রদর্শনী তথা বিক্রয় মেলার নিয়োজিত গাড়ীই দর্শনার্থীদের মেলা প্রাঙ্গণে পৌঁছে দেবে ৷

এখানে প্লাস্টিক সামগ্রী প্রদর্শন ও বিক্রয়ের পাশাপাশি থাকবে আন্তর্জাতিক স্তরের আলোচনা শিবির,যেখান থেকে বিশ্বের প্রমুখ শিল্পোদ্যোগীরা উপকৃত হতে পারবেন৷
আলোচনা ও বিক্রয়ের পাশাপাশি এই মেলায় বিশেষ উদ্ভাবনী শক্তির পরিচয় নিয়ে যাঁরা অংশগ্রহণ করবেন তাঁদের জন্য থাকবে ” প্লাস্টিণ্ডিয়া এওয়ার্ড ২০১৮”-র মতো মর্যাদাপূর্ণ পুরস্কার ৷”

আজ সাংবাদিকদের সঙ্গে নিজেদের মত বিনিময় করতে এসে প্লাস্টিণ্ডিয়া এমপাওয়ারিং গ্রোথ ২০১৮-র জাতীয় কার্যকারিণী সমিতির সদস্য ও পূর্ব ভারতের অধ্যক্ষ (ন্যাশনাল প্রমোশন) অলোক টিব্রেওয়াল বলেন ” এই প্রদর্শনী ও বিক্রয় মেলা পূর্ব ভারতের কাছে আশার এক নতুন হাতছানি ৷

ভারতে যে পলিমার তৈরি হয় তার মাত্র ৯ শতাংশই উতপাদন করে পূর্ব ভারত ৷ এর মান একদিকে যেমন খারাপ নয়,তেমনই আছে ভালো চাহিদাও৷ আশা করছি এই মেলা নতুন করে অক্সিজেন জোগাবে পূর্ব ভারতকে ৷”

প্রসঙ্গতঃ উল্লেখ্য,প্রতি তিনবছর অন্তর ভারতের বুকে হয়ে থাকে প্লাস্টিণ্ডিয়া এমপাওয়ারিং গ্রোথ-এর মতো আন্তর্জাতিক স্তরের প্রদর্শনী ও বিক্রয় মেলা ৷

এক সমীক্ষার ফল বলছে , ২০২০ সালের মধ্যে ভারত পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম প্লাস্টিক ব্যবহারকারী দেশ রূপে পরিগণিত হবে ৷ তখন দেশে প্রতিবছর ২ মিলিয়ন টন প্লাস্টিকের প্রয়োজন হবে শুধুমাত্র কৃষিকাজে ৷
প্লাস্টিণ্ডিয়া এমপাওয়ারিং গ্রোথ ২০১৮-র পৃষ্ঠপোষকতায় রয়েছে ভারত সরকার ও গুজরাটের প্রাদেশিক সরকার ৷

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here