Didi completes 500 days at office in second term – Maa, Mati, Manush Govt completes 500 days in West Bengal

0
1468
Mamata
Mamata
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:5 Minute, 34 Second

Maa, Mati, Manush Govt completes 500 days in second term

Maa, Mati, Manush Govt completes 500 days in second term

Led by Chief Minister Mamata Banerjee, the Maa-Mati-Manush Government in Bengal has completed 500 days in service of the people in the second term.

Besides implementing developmental works in all sectors, the present Government has taken numerous decisions which have been hailed by people.

Here are some of major developmental initiatives during the last 500 days:

• Formation of new districts like Kalimpong, Jhargram and West Midnapore, East Bardhaman and West Bardhaman.
• Bengal’s Kanyashree scheme received the United Nations Public Service Award.
• New Police commissionerates in Hooghly formed.
• Samarthan Scheme was launched for demonetisation hit traders
• Successful organisation of FIFA U-17 World Cup including the semi-final and the Final match
• Popular ‘Ekushe Annapurna’ scheme is being extended to the districts.
• Bengal government is providing free software to small traders for filing goods and services tax (GST) returns.
• Bengal is number one in rice production in the country at present. In 2016-17, 1 crore 60 lakh 70 thousand metric tonnes were produced.
• ‘Khajna’ tax on agricultural land has been abolished.
• Bengal Government has decided to sanction paid maternity leave for all categories of female contractual employees engaged directly by the State Government.
• 12 more medical colleges will be set up in the state by 2021.
• The State has been awarded ‘Krishi Karman Award’ by Government of India in 2016, consecutively for 4th year in a row.
• Under the programme “Universalization of Soil Health Card for the farmers” 13 lakh Soil Health Cards (SHC) have been distributed till end of November, 2016.
• The coverage under Bangla Fasal Bima Yojana has gone up from 10•09 lakh farmers in kharif 2015 to 32•40 lakh farmers in kharif, 2016.
• 165 Krishak Bazars have been completed till date and they are being operationalised for optimum utilisation of assets.
• During the financial year 2016-17 (from April to December) an amount of Rs.522 crore has been spent and 446•985 KM road length has been constructed under Gramin Sadak Yojana.
• 10 new Government Polytechnics and one Government Sponsored Polytechnic were operationalized in 2016. WIFI connectivity has been done in 47 Polytechnics.
• ‘Safe Drive Save Life’ has picked up tremendous momentum towards greater road safety.
• A new scheme named ‘Baitarani’ has been undertaken to renovate the cremation ghats of the Hindus.
• Three Development Authorities, viz., Bakreswar Development Authority, Patharchapuri Development Authority and Mukutmanipur Development Authority have been created.

 

দ্বিতীয় মা মাটি মানুষ সরকারের ৫০০ দিন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দ্বিতীয় মা মাটি মানুষ সরকারের ৫০০ দিন পূর্ণ হল। উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের জন্য প্রচুর জনমুখী সিদ্ধান্ত নিয়েছে এই সরকার।

দেখে নেওয়া যাক গত ৫০০ দিনে নেওয়া কিছু উন্নয়নমূলক কর্মসূচীঃ-

  • বাংলার কন্যাশ্রীর বিশ্বজয়। রাষ্ট্রসংঘের ‘পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প।

  • কালিম্পং, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলা নির্মাণ।

  • হুগলী জেলায় নতুন পুলিশ কমিশনারেট তৈরী।

  • নোট বাতিলে ক্ষতিগ্রস্তদের জন্য সমর্থন প্রকল্প।

  • সফল ভাবে অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতা সঞ্চালনা।

  • দুর্গা পুজো, দীপাবলি ও ছট পুজোতে বিশেষ ফুড প্যাকেজ বিতরণ।

  • ‘একুশে অন্নপূর্ণা’ প্রকল্প এবার পৌঁছে গেছে জেলায় জেলায়।

  • জিএসটি রিটার্ন জমা দেওয়ার জন্য ছোট ব্যাবসায়ীদের বিনামূল্যে সফটওয়্যার প্রদান।

  • ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষে। ২০১৬-১৭ অর্থবর্ষে ১.৬ কোটি মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে।

  • কৃষিজমির ওপর খাজনা মকুব করেছে রাজ্য সরকার।

  • রাজ্য সরকারের সমস্ত চুক্তিভিত্তিক মহিলা কর্মীরা পুরো বেতন পাবেন মাতৃত্বকালীন ছুটির সময়।

  • ২০২১ সালের মধে রাজ্যে নতুন ১২টি মেডিক্যাল কলেজ খোলার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

  • ২০১৬ সালে চতুর্থবার রাজ্য পেয়েছে কৃষি কর্মন পুরস্কার।

  • ২০১৫ সালের (১০.০৯ লক্ষ) তুলনায় ২০১৬ সালের (৩২.৪০ লক্ষ) খারিফ মরশুমে বাংলা ফসল বিমা যোজনার আওতায় এসেছে অনেক বেশী কৃষক।

  • এখন পর্যন্ত ১৬৫টি কৃষক বাজার তৈরি হয়েছে। এর মধ্যে ১৪৯টি কৃষক বাজার মূলত ধান উৎপাদন কেন্দ্র হিসেবে কাজ করে।

  • ২০১৬ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে গ্রামীণ সড়ক যোজনায় ৫২২ কোটি টাকা ব্যয়ে ৪৪৬.৯৮৫ কিঃ মিঃ রাস্তা নির্মাণ হয়েছে।

  • ১০টি নতুন সরকারি পলিটেকনিক এবং ১টি সরকারি স্পন্সর্ড পলিটেকনিক চালু হয়েছে ২০১৬ সালে।

  • ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচীতে উন্নতমানের পথ নিরাপত্তা প্রদান করার লক্ষ্যে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে ট্রাফিক যন্ত্রপাতি, রোড ফার্নিচার, রোড ইঞ্জিনিয়ারিং ও সিসিটিভিতে।

  • শ্মশানগুলি সংস্কারের জন্য শুরু হয়েছে বৈতরণী প্রকল্প।

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here