হবুচন্দ্র রাজা আর গোবু চন্দ্র মন্ত্রী – ট্যাক্স দেবে ঢাকী পুরোহিত নেই বাকি
চার বছরের উন্নয়নের গুতোয় এবার দূর্গা পূজার ঢাকী আর পুরোহিত । টিডিএস কেটে টাকা দিতে হবে চেকে । ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এমন আদেশ পেয়ে চিন্তায় রাজ্যের পূজা আয়োজক সহ সকলে ।
মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সংঘাতে যাওয়ার নির্দেশ দিলেন পুজো কর্তাদের । ৪০টি পুজো কর্তাকে জোটবদ্ধ হয়ে প্রতিবাদ করতে বললেন ।

একে বাংলার পুরোনো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লড়াই, তার মধ্যে পুজোর ঢাক এক অন্যতম বৈশিষ্ঠ. যা হারাতে বসেছে| নতুন প্রজন্ম আর আসছে না এই কাজে| তারপর যদি ট্যাক্স এর গুতো বসে তবে তো তাদের আর খুঁজে পাওয়াই যাবে না বলে আশঙ্খা করছে পুজো কর্তারা ।
কিছু বিষয় কে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেই মানবিকতায় দয়া করে এই পাগলা নীতি বর্জন করুন সরকার বাহাদুর আর না হলে এ আর এক জিজিয়া কর বলে গণ্য হবে ।
About Post Author
Editor Desk
Please enter a description
Please enter a price
Please enter an Invoice ID