উদার আকাশ উদ্বোধন করবেন বিশিষ্ট সমাজকর্মী ও চিকিৎসক প্রান্তিক মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ নাবিলা খান

0
1714
Udar Akash
Udar Akash
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:6 Minute, 12 Second

উদার আকাশ উদ্বোধন করবেন বিশিষ্ট সমাজকর্মী ও চিকিৎসক প্রান্তিক মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ নাবিলা খান

বিশেষ প্রতিবেদক

উদার আকাশ উদ্বোধন করবেন বিশিষ্ট সমাজকর্মী ও চিকিৎসক প্রান্তিক মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ নাবিলা খান সহ কয়েজন বিশিষ্ট চিকিৎসক ও সমাজের কয়েজন প্রান্তিক মানুষ।

১০ ফেব্রুয়ারি কলকাতা ব‌ইমেলায় “উদার আকাশ” বিশেষ বিষয় : প্রান্তিক সমাজ, বইমেলা ২০১৯ আনুষ্ঠানিক আত্মপ্রকাশ
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চিকিৎসক ময়ূরাক্ষী মৈত্র, কার্ডিয়াক সার্জেন ড. আমানুল হক, বিশিষ্ট সমাজকর্মী রফিকুল ইসলাম, কবি অরূপ বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই।

প্রান্তিক মানুষদের মধ্যে কয়েকজন কৃষক উপস্থিত হয়ে উদার আকাশ বইমেলা বিশেষ সংখ্যাটি উদ্বোধন করবেন। ইয়াসিন পাঠান, সামিউল হক সহ আরও অনেকেই উপস্থিত হবেন।

বিশিষ্ট কবি ফারুক আহমেদ আবারও আমাদের হাতে তুলে দিলেন আরেক অনবদ্য রত্নখচিত “উদার আকাশ” যা “বিশেষ বিষয় : প্রান্তিক সমাজ/বইমেলা ২০১৯” পরিচয়ে আমাদের হাতে এসে পৌঁছেছে। চমৎকার প্রচ্ছদে যে দুরন্ত গতিতে বাধার মাইলস্টোন পেরিয়ে যাবার অঙ্গীকার ফুটে উঠেছে, প্রান্তিক সমাজের প্রান্তবর্তী মানুষকে বন্ধনের অন্ধকার ছিন্ন করে মুক্তির আলোয় পৌঁছে দেবার সেই অঙ্গীকারই সম্পাদকীয় প্রতিবেদনে–তবুও অনেক পথ হেঁটে যেতে হবে…। অসাধারণ সম্পাদনা। ঈদ উৎসব ও মহিষাসুর স্মরণ সংখ্যার পরে বইমেলা ১৪২৫ উৎসবে আবারও এক স্মরণযোগ্য সংগ্রহযোগ্য গবেষণাধর্মী সাময়িকী ফারুক আহমেদ সম্পাদিত উদার আকাশ-এর এই বর্তমান সংখ্যা। মূল্যবান প্রবন্ধ মালায় আবারও সমৃদ্ধ হবেন মননশীল পাঠক। অসাধারণ কবিতা লিখেছেন বিশিষ্ট কবি সুবোধ সরকার, শেখ সদর নইম, আনসার উল হক, অরূপ বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে।
গল্প লিখেছেন প্রফুল্ল রায়, হারাধন চৌধুরী, হান্না হক প্রমুখ। অণুগল্প লিখেছেন সুখেন্দু বিকাশ মিত্র।
ডা. নাবিলা খানের মূল্যবান স্বাস্থ্য-সম্পর্কিত লেখাটি দাগ কাটে। বিশেষ রচনায় অসাধারন প্রবন্ধ লিখেছেন নাফিসা পারভিন, সুবীর ঘোষ। এ টি এম রফিকুল হাসান রচিত বিশ্বনবী স. মহা মূল্যবান গ্রন্থের আলোচনা করেছেন শেখ একরামূল হক। দারুণ সব প্রবন্ধ ও রচনায় ডালি সাজিয়ে দিয়েছেন সম্পাদক। উল্লেখযোগ্য হলো কস্তুরী রায় চ্যাটার্জী, পূর্ণিমা রায়, সেলিনা ইয়াসমিন, শামসুন নাহার, জীবন কুমার সরকার, আমানুল হক, সাইফুল্লা, সোনা বন্দ্যোপাধ্যায়, শান্তনু প্রধান, শুভেন্দু মন্ডল, রেজাউল করিম, কাজী আবু তোরাব প্রমুখ।
সম্পাদকের কলমে শিক্ষা প্রসারে অনন্য পথিকৃৎ সমাজসচেতনতামূলক কাজের জন্য স্বনামধন্য সমাজসেবক মোস্তাক হোসেনকে নিয়ে বিশেষ আলোকপাত পাঠ করলে ভাল লাগবে এবং সমৃদ্ধ হবে মনের আকাশ।

মনের মতো প্রচ্ছদ এঁকে শিল্পী সারফুদ্দিন আহমেদ মন জয় করে নিলেন। উদার আকাশ এবং ফারুক আহমেদ ভবিষ্যতে আরও মূল্যবান সংখ্যা আমাদের উপহার দেবেন– এই প্রত্যাশা রইল।

গত বছর বইমেলায় উদার আকাশ প্রকাশনের ৬টি ব‌ই প্রকাশিত হয়েছিল।

এবছর বইমেলার শেষ রবিবার উদার আকাশ প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে কুশল মৈত্রের কাব্যগ্রন্থ “আজও তুমি আলেয়া”।

লেখক সামশুল আলম-এর লেখা “জবালা পুত্র” (উপন্যাস) এবং “মাটির সিতান মাটির পৈথান” (গল্পগ্রন্থ)। মো: আবেদ আলি’র লেখা “অন্য গাঁয়ের আখ্যান” (গল্পগ্রন্থ)। লেখক গীতা সরকার প্রামাণিক-এর লেখা “নীহারিকার সংগ্রাম” (উপন্যাস)। লেখক মইনুল হাসান-এর লেখা “ইসলামী আইন : বিবাহ তালাক উত্তরাধিকার” (প্রবন্ধ)। অধ্যাপিকা ড. আমিনা খাতুন-এর সম্পাদনা “প্রবন্ধ সংগ্রহ : ভাবনার নানা দিক” (প্রবন্ধ)। এছাড়াও ফারুক আহমেদ সম্পাদিত “উদার আকাশ” পত্রিকার বিশেষ সংখ্যা সহ বিগত বহু পত্রিকা ও উদার আকাশ প্রকাশনের গ্রন্থ বইমেলার লিটল ম্যাগাজিন জোনে ১৮২ নম্বর টেবিলে পাওয়া যাচ্ছে।

আন্তর্জাতিক কলকাতা বইমেলায় “উদার আকাশ” প্রকাশনের গ্রন্থপ্রকাশ ও উদার আকাশ বিশেষ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে সবার সাদর আমন্ত্রণ জানিয়েছেন সম্পাদক ফারুক আহমেদ।

About Post Author

Antara Tripathy

Chief Editor & CEO of IBG NEWS (09/Aug/2018-Present), Secretary of All Indian Reporter's Association,West Bengal State Committee. Earlier Vice President of IBG NEWS (01/Jan/ 2013-08/Aug/2018). She took over the charge from the Founder Editor of the Channel.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here