ভারতীয় সেনা বাহিনীর “ইয়েতি অভিযান”
আশ্চর্য রহস্যময় প্রাণী ইয়েতির পায়ের ছাপ পেলো ভারতীয় সেনার অভিযাত্রী দল । টিনটিনের তিব্বত অভিযান বা কাকাবাবু সন্তুর ইয়েতি অভিযান আর বোধহয় কল্পনা নয় ৩২x ১৫ ইঞ্চি মাপের একাধিক পায়ের ছাপ এর ছবি তুলেছে ভারতীয় সেনার অভিযাত্রী দল মাউন্ট মাকালু বেস ক্যাম্পের কাছে ৯ এপ্রিল ২০১৯।
সেনাবাহিনীর টুইট সামনে আসতেই বিতর্কের শুরু । ইয়েতি বিতর্কের কারণ আজ পর্যন্ত কেউ সরাসরি ইয়েতি বা তুষার মানব কে দেখেনি বা ছবি তোলেনি ।
তবে ছবির সত্যতা নিশ্চিত করে আর একবার প্রমান করলো নেপালের কাহিনী আসলেই বাস্তবের মাটিতে পায়ের ছাপ ফেলে ।
কেমব্রিজ ডিকশেনারী ইয়েতি সম্পর্কে বলছে “a big creature like a human covered in hair that is believed by some people to live in the Himalayas” আর বরফে ঘেরা ওই পাহাড়ে তুষার মানব বা স্নো লেপার্ড জাতীয় প্রাণী ছাড়া বেঁচে থাকা কঠিন।
এবার হয় তো সত্যজিতের “শংকুর একশৃঙ্গ অভিযান” ও বাস্তব হবে কোনো দিন ।
About Post Author
Editor Desk
Please enter a description
Please enter a price
Please enter an Invoice ID