আজ ২২শে শ্রাবন নয় ২৪শে জুলাই, তবু বাঙালী কাঁদে
রবীন্দ্রনাথ ছাড়া আরও বহু প্রাণের মানুষ আছেন যারা বাঙালী মননে আজও সমান মহিমায় বিরাজমান ।
আজ কার কথা ভেবে হৃদয় বিষণ্ণ না বুঝে থাকলে এ লেখা আপনার জন্য নয় । তবু বলি মহানায়ক উত্তমকুমার আমাদের ছেড়ে চলে গেছেন এই দিনেই । সুচিত্রা বা সুপ্রিয়া তাঁরাও আজ নেই । উত্তমকুমার কেমন ছিলেন এ নিয়ে অনেক লেখা হয়েছে আর নয় ।
এ লেখা এটা খোঁজার জন্য সৌমিত্র বা সাবিত্রী হয়তো আছেন আছেন অপর্ণা বা প্রসেনজিৎ কিন্তু কেউ কেন সেই জায়গা তা পেলো না বলুনতো যা দিয়ে মহানায়ক তকমা পায় ।
নিষ্ঠা বা যোগ্যতা অনেকের ছিলো এবং ভবিষ্যতেও থাকবে কিন্তু উত্তমকুমার আর হবে না যেমন নেতাজী সুভাষ আর হবে না । কিছু কিছু মানুষ কে ঈশ্বর নিজের জন্য তৈরী করেন একবার ভুল করে পৃথিবীতে পাঠিয়েছেন আর ভুলেও ভুল করবেন না ।
মহানায়কের প্রয়াণ দিবসে তাকে জানাই আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা ।
উত্তম জেঠু, তুমি আজও বাঙালির স্বপ্নের মহানায়ক। প্রয়াণদিবসে তোমাকে স্মরণ করে জানাই প্রণাম ? pic.twitter.com/CxEkswLy6S
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) July 24, 2019
ज़िन्दगी में जब तुम्हारे ग़म नहीं थे
— All India Radio Bhuj (@AIRBHUJ) July 24, 2019
इतने तनहा थे के हम भी हम नहीं थे..#AIRBHUJ pays tribute to one the greatest actors ever of Indian cinema, a phenomenal director, producer, singer, composer, the cultural icon #mahanayak #UttamKumar on his #deathanniversary. @prasarbharati pic.twitter.com/qFjakVcZRS
गुरु और महानायक नाम से प्रसिद्द अभिनेता उत्तम कुमार ने 200 से ज़्यादा फ़िल्मों में शानदार अभिनय से बांग्ला फ़िल्मों में कई रंग बिखेरे l उन्होंने 5 हिंदी फ़िल्मों छोटी सी मुलाक़ात,अमानुष आनंद आश्रम, किताब और दूरियां में भी अभिनय किया l उनकी पुण्यतिथि पर विनम्र स्मरण l#UttamKumar pic.twitter.com/zHSaThe7OE
— ALL INDIA RADIO (@AkashvaniAIR) July 24, 2019
Lyricist Hasrat Jaipuri, Jaikishan & actor, producer #UttamKumar who is remembered as #Mahanayak with love and extreme respect in Bengal, at the recording of a song for his first Hindi film #ChhotiSiMulaqat #shankarjaikishan pic.twitter.com/8qSzhp5ThZ
— Shankar-Jaikishan® (@SJFansAssnCal) July 23, 2019
About Post Author
Editor Desk
Please enter a description
Please enter a price
Please enter an Invoice ID