সাহিত্য সংকলন ‘সংহতি’-র আনুষ্ঠানিক প্রকাশ করলেন এসময়ের ব্যতিক্রমী কবি নাসের হোসেন
সংবাদদাতা
সম্প্রতি রোটারি সদনে রাজ্য সরকারের Department of Food & Supplies – এর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে ২০১৯ সাহিত্য সংকলন ‘সংহতি’-র আনুষ্ঠানিক প্রকাশ করলেন এসময়ের ব্যতিক্রমী কবি নাসের হোসেন। অনুষ্ঠানের সভাপতি ছিলেন Food. Deptt-এর Pricipal Secretary & Commissioner মনোজকুমার আগরওয়াল IAS, প্রধান অতিথি নাসের হোসেন, এছাড়া সক্রিয় ছিলেন এই দপ্তরের Deputy Director রণজিৎ গোস্বামী,পার্থপ্রতিম রায়, Joint Director বাপ্পাদিত্য রায় প্রমুখ।
‘সংহতি’ সংকলনে নলিনী বেরার একটি অসাধারণ গল্প আছে। রয়েছে পার্থসারথি গায়েন অমলিতা খাঁড়া ও অনেকের কবিতা। নানা গদ্য। কয়েকটি সুন্দর ভ্রমণকথা লিখেছেন রণজিৎ গোস্বামী বাপ্পাদিত্য রায় মিনহাজুর রহমান স্বরূপ মণ্ডল। প্রচ্ছদের ফটোচিত্র : রণজিৎ গোস্বামী। অনুষ্ঠানের শেষে গান শুনিয়েছেন দুই সুপরিচিত গায়ক- গায়িকা রূপঙ্কর এবং নীপবীথি।