বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ গেল পৌরসভার চেয়ারম্যানের ছেলের
পল মৈত্র দক্ষিণ দিনাজপুরঃ বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হল গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু সরকারেরে ছেলে কুনাল সরকারের। মঙ্গলবার রাতে রাস্তায় দ্রুতগতিতে আসা একটি মোটরবাইক ধাক্কা মারে কুনাল বাবুকে। গুরুতর জখম অবস্থায় তাকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুণাল বাবুর জখম গুরুতর হওয়ায় চিকিৎসকেরা তাকে মালদায় রেফার করে। মালদা যাওয়ার পথেই মৃত্যু হয় তার। পথ দুর্ঘটনায় চেয়ারম্যান অমলেন্দু সরকারের ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গঙ্গারামপুরে।
জানাগেছে, মঙ্গলবার রাতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি মোটরবাইক ধাক্কা মারে কুনাল বাবুকে। গুরুতর জখম হন তিনি। পাশাপাশি মোটরবাইকে থাকা তিনজনও আহত হয়। সকলকে দ্রুত গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতার ছেলে কুনাল সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়। তবে মালদা পৌঁছানোর আগেই গভীর রাতে পথেই তার মৃত্যু হয়। তাকে পুনরায় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
মৃত কুনাল সরকার গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান এর পুত্র হওয়ায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে সাধারণ মানুষের ভিড় জমে যায়। তার মৃত্যুর ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সহ রাজনৈতিক মহলেও নেমেছে শোকের ছায়া। দুর্ঘটনার তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ।