সিদ্ধার্থ সিংহের বিশ্ব রেকর্ড

0
1566
Sidartha Singha and Faruque Ahamed
Sidartha Singha and Faruque Ahamed
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:19 Minute, 7 Second

সিদ্ধার্থ সিংহের বিশ্ব রেকর্ড

ফারুক আহমেদ

এই অক্টোবর মাসে সিদ্ধার্থ সিংহের কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ, উপন্যাস মিলিয়ে মোট প্রকাশিত হয়েছে ১৬৮টি লেখা। শুধু এ মাসেই নয়, প্রতি মাসের শেষ দিনে তিনি নিয়মিত প্রকাশ করেন, সারা মাসে কোন পত্রিকায় তাঁর কী লেখা প্রকাশিত হল, তার তালিকা।

এ ছাড়া প্রতি রবিবার সকালেই প্রকাশ করেন— সোমবার থেকে রবিবার পর্যন্ত মোট সাত দিনে প্রকাশিত ‘আমার লেখা প্রকাশের সাপ্তাহিক তালিকা’। সেই সংখ্যাটি ওঠা-নামা করে মূলত আঠাশ থেকে পঞ্চাশের মধ্যে।
গত পুজো সংখ্যাতেও আড়াইশোটি মুদ্রিত এবং অন্তর্জাল পত্রপত্রিকায় লিখেছেন প্রায় তিনশোর ওপর লেখা। তার মধ্যে সেমন আছে বেশ কয়েকটি উপন্যাস। আছে প্রবন্ধ, নাটক, মুক্তগদ্য, গান, ছড়া, কবিতা ছাড়াও প্রায় পৌনে দুশোর মতো গল্প।
তবে এ মাসে ১৬৮টি লেখা বেরোনোয় তিনি বিশ্ব রেকর্ড তো করলেনই, পাশাপাশি নিজের বিপুল লেখা প্রকাশের ধারাবাহিকতা বজায় রেখেই, এ মাসে সব চেয়ে বেশি লেখা প্রকাশের জন্য তিনি নাম তুলতে চলেছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড-এ।
ইতিমধ্যে ভাইরাল হওয়া এই লেখা প্রকাশের সংখ্যাটি সংবাদের শিরোনামে উঠে এসেছে। আজ ফেসবুকে তিনি যে তালিকাটি পোস্ট করেছেন, সেটি তাঁর ফেসবুক ওয়াল থেকে এখানে তুলে দেওয়া হল—

‘এ মাসে আমার লেখা প্রকাশের তালিকা’

একশো আটষট্টি। এ মাসে, মানে ১ অক্টোবর, সোমবার থেকে আজ ৩১ অক্টোবর, বৃহস্পতিবার পর্যন্ত গত ৩১ দিনে প্রিন্ট এবং ওয়েব ম্যাগাজিনে কবিতা, গল্প, প্রবন্ধ, ছড়া, মুক্তগদ্য, উপন্যাস এবং ধারাবাহিক মিলিয়ে আপাতত প্রকাশিত হয়েছে আমার যে ১৬৮টি লেখা, (গড়পড়তা দৈনিক প্রকাশিক লেখার সংখ্যা প্রায় সাডে় পাঁচখানার মতো) সেগুলোর কোনটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, প্রতি মাসের শেষ দিনের মতোই, আজ ৩১ অক্টোবর ‘আমার লেখা প্রকাশের মাসিক তালিকা’ নীচে প্রকাশ করা হল। প্রতিটি লেখাই আমার ফেসবুক থেকে শেয়ার করা আছে। কেউ পড়তে চাইলে আমার টাইম লাইনে গিয়েও পড়তে পারেন—

(১) মানভূম সংবাদ (দৈনিক পত্রিকা) ধারাবাহিক রহস্য উপন্যাস : ভয়ানক সেই দ্বীপের কথা (২৮তম পর্ব)।

(২) কৃষ্ণাসীস : গল্প।

(৩) শিশুমেলা : গল্প।

(৪) সুখবর (বইঘর) : পত্রিকা আলোচনা।

(৫) শতাব্দীর কলকাতা : গল্প।

(৬) একপর্ণিকা : উপন্যাস।

(৭) স্যান্দন (ত্রিপুরা) : গল্প।

(৮) গীর্বান : কবিতা।

(৯) পুরশ্রী : গল্প।

(১০) ম্যাজিক ল্যাম্প : মঞ্চ নাটক।

(১১) অবকাশে : অণুগল্প।

(১২) সনেট সংখ্যা : কবিতা।

(১৩) গল্পগুচ্ছ : গল্প।

(১৪) অকৈতব : গল্প।

(১৫) উদার আকাশ : গল্প।

(১৬) খোলা আকাশ : গল্প।

(১৭) অথধরিত্রী কথা : গল্প।

(১৮) ছোটদের রূপকথা : গল্প।

(১৯) মানভূম সংবাদ (দৈনিক পত্রিকা) ধারাবাহিক রহস্য উপন্যাস : ভয়ানক সেই দ্বীপের কথা (২৯তম পর্ব)।

(২০) খাস খবর (ধারাবাহিক রহস্য উপন্যাস) ; চোরা সুড়ঙ্গ (প্রকাশিত হয় প্রতি বুধবার)।

(২১) মৌচাক : গল্প।

(২২) এবং অধ্যায় : গল্প।

(২৩) টেকটাচ টক (ওয়েব ম্যাগাজিন) : গল্প।

(২৪) কলম : গল্প।

(২৫) শুফম সাহিত্য পত্রিকা : গল্প।

(২৬) অন্যদিন : গল্প।

(২৭) হাটেবাজরে পত্রিকা : গল্প।

(২৮) ক্রমশ : কিশলয় : ছোটদের গল্প।

(২৯) প্রয়াস (সৃজন সাহিত্য পত্র়) : কবিতা।

(৩০) পরবাস : ৪টি কবিতা।

(৩১) ঐকতান ই ম্যাগাজিন : গল্প।

(৩২) বেহালা বাড়িশা সংবাদ (ধারাবাহিক রহস্য উপন্যাস) : তৃতীয় চোখ।

(৩৩) নিকোটিন (ওয়েব ম্যাগাজিন) ধারাবাহিক রহস্য উপন্যাস : দশচক্র।

(৩৪) বেঙ্গল এক্সপ্রেস : গল্প।

(৩৫) তালপাতার কাব্য (বাংলাদেশ) : (ফোনে সাক্ষাৎকার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ) :সিদ্ধার্থ সিংহ বাংলা সাহিত্যে জীবন্ত কিংবদন্তী।

(৩৬) খাস খবর (ধারাবাহিক রহস্য উপন্যাস) ; চোরা সুড়ঙ্গ (প্রকাশিত হয় প্রতি বুধবার)।

(৩৭) শারদীয়া কবিতা উৎসব : একগুচ্ছ (৬টি) কবিতা।

(৩৮) কবিতা উৎসব : গল্প।

(৩৯) আনন্দকানন পত্রিকা : গল্প।

(৪০) সংবাদ প্রভাতী : গল্প।

(৪১) বেঙ্গল ওয়াচ : (সাক্ষাৎকার ভিত্তিক আন্তর্জাতিক খবর) কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহ সাহিত্য সম্রাট সম্মানে ভূষিত হতে চলেছেন, জানিয়েছে আলো ট্রাস্ট সংস্থা : বেঙ্গল ওয়াচের জন্য কলম ধরেছেন বিশিষ্ট সাংবাদিক শ্যামলেন্দু মিত্র।

(৪২) শরণ্যা : গল্প।

(৪৩) সঙ্ঘশ্রী : কবিতা।

(৪৪) চেরাগি আড্ডা (বাংলাদেশ) : আলো ট্রাস্ট সংস্থার উদ্যোগে লেখক কবি সাহিত্যিক ঔপন্যাসিক ও প্রাবন্ধিক সিদ্ধার্থ সিংহ ‘সাহিত্য সম্রাট’ সম্মানে ভূষিত হচ্ছেন। ২০২০-এর জানুয়ারি মাসে এ পদক আনুষ্ঠানিকতার মাধ্যমে তুলে দেবেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

(৪৫) আলিপুর বার্তা (সাপ্তাহিক পত্রিকা) : বাঁ হাতের বুড়ো আঙুল’-এর নেপথ্য কাহিনি (পাঁচ কোটি টাকার মানহানির মামলা হওয়া পঁচিশ বছর আগের সেই রোমহর্ষক বিতর্কিত কাহিনির ষষ্ঠ পর্ব) )। শুরু হয়েছে গত শনিবার, ৩০ অগস্ট। বেরোচ্ছে প্রতি শনিবার।

(৪৬) চেরাগি আড্ডা, রাজেশ মণ্ডল (বাংলাদেশ) : সিদ্ধার্থ সিংহের হাতে ‘সাহিত্য সম্রাট’ পুরস্কার তুলে দেবেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

(৪৭) টুকলু : গল্প।

(৪৮) ছোটদর কলরব :গল্প।

(৪৯) শারদীয়া কবিতা উৎসব : জানালা ও অন্যান্য কবিতা (ছ’টি কবিতা)

(৫০) শারদীয়া কবিতা উৎসব : গল্প।

(৫১) মৈত্রী : গল্প।

(৫২) স্টোরি মিরর : কবিতা।

(৫৩) সুফম সাহিত্য পত্রিকা : গল্প

(৫৪) স্টোরি মিরর : গল্প।

(৫৫) কবিতার আলো : কবিতা।

(৫৬) স্টোরি মিরর : গল্প।

(৫৭) পৃথিবী : অণুগল্প।

(৫৮) বেহালা বাড়িশা সংবাদ (ধারাবাহিক রহস্য উপন্যাস) : তৃতীয় চোখ।

(৫৯) নিকোটিন (ওয়েব ম্যাগাজিন) ধারাবাহিক রহস্য উপন্যাস : দশচক্র।

(৬০) স্টোরি মিরর : কবিতা।

(৬১) প্রয়াস (সৃজন সাহিত্য পত্র়) : কবিতা।

(৬২) সাহিত্য বার্তা (ওয়েব ম্যাগাজিন / বাংলাদেশ) : গল্প।

(৬৩) স্টোরি মিরর : কবিতা।

(৬৪) স্টোরি মিরর : বড় রহস্য গল্প।

(৬৫) বৃত্তায়ন ওয়েব ম্যাগাজিন (বাংলাদেশ) : রহস্য বড় গল্প।

(৬৬) স্টোরি মিরর : কবিতা।

(৬৭) মেলবন্ধন : গল্প।

(৬৮) সেন্টুর নেটওয়ার্ক : বইপাড়া নিয়ে দীর্ঘ গদ্য।

(৬৯) স্টোরি মিরর : বড় গল্প।

(৭০) মিষ্টিকথা : কবিতা।

(৭১) সঞ্চিতা : শিশুতোষ গল্প।

(৭২) স্টোরি মিরর : কবিতা

(৭৩) বাংলাসাহিত্য : শিশুতোষ গল্প।

(৭৪) অণুগল্প চর্চার সবুজের কাছাকাছি : অণুগল্প।
(৭৫) শশীকর : ছোটদের গল্প।

(৭৬) স্টোরি মিরর : বড় গল্প।

(৭৭) আমাদের কফিহাউস : গল্প।

(৭৮) তালপাতার কাব্য (বাংলাদেশ) : গল্প।

(৭৯) জাগো বাংলা : গল্প।

(৮০) খাস খবর (ধারাবাহিক রহস্য উপন্যাস) ; চোরা সুড়ঙ্গ (প্রকাশিত হয় প্রতি বুধবার)।

(৮১) স্টোরি মিরর : কবিতা।

(৮২) সোঁদামাটি : গল্প।

(৮৩) আরামবাগ টাইমস : কবিতা।

(৮৪) অনুভুতির কথায় : কবিতা।

(৮৫) গল্পগুচ্ছ (৮ বর্ষ, ১৭ সংখ্যা এবং ৯ বর্ষ ১ম সংখ্যা) দুটি সংখ্যা জুড়ে প্রকাশিত গল্পটির দুটি লিংকই একসঙ্গে দেওয়া হল : বড় গল্প।

(৮৬) কবিতার আলো : কবিতা।

(৮৭) স্টোরি মিরর : বড় গল্প।

(৮৮) লিমেরিক : ছড়া।

(৮৯) দক্ষিণের জানালা : মজার বড় গল্প।

(৯০) স্যন্দন পত্রিকা : বড় গল্প।

(৯১) স্টোরি মিরর : কবিতা।

(৯২) শিশুমহল : বড় গল্প।

(৯৩) টেকটাচ চক (ওয়েব ম্যাগাজিন) : কবিতা।

(৯৪) টেকটাচ চক (ওয়েব ম্যাগাজিন) : কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে একটি ব্যক্তিগত গদ্য।

(৯৫) সেন্টুর নেটওয়ার্ক : কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে একটি মুক্তগদ্য।

(৯৬) স্টোরি মিরর : কবিতা।

(৯৭) বেহালা বাড়িশা সংবাদ (ধারাবাহিক রহস্য উপন্যাস) : তৃতীয় চোখ।

(৯৮) নিকোটিন (ওয়েব ম্যাগাজিন) ধারাবাহিক রহস্য উপন্যাস : দশচক্র।

(৯৯) প্রয়াস (সৃজন সাহিত্য পত্র়) : কবিতা।

(১০০) খাস খবর : কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে খোলা গদ্য।

(১০১) নবপ্রভাত ওয়েবজিন : দুটি অণুগল্প।

(১০২) মল্ল সাহিত্য ই পত্রিকা : কবিতা।

(১০৩) স্টোরি মিরর : বড় রহস্য গল্প।

(১০৪) স্টোরি মিরর : কবিতা।

(১০৫) বাংলা প্রতিলিপি ডট কম : প্রেমের গল্প।

(১০৬) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(১০৭) বাংলা প্রতিলিপি ডট কম : প্রবন্ধ।

(১০৮) বাংলা প্রতিলিপি ডট কম : দীর্ঘ কবিতা।

(১০৯) স্টোরি মিরর : ছোটদের রূপকথার গল্প।

(১১০) স্টোরি মিরর : সদ্য লেখা কবিতা।

(১১১) বাংলা প্রতিলিপি ডট কম : সামাজিক গল্প।

(১১২) গল্পের সময় : গল্প।

(১১৩) বাংলা প্রতিলিপি ডট কম : রহস্য উপন্যাস।
(১১৪) বাংলা প্রতিলিপি ডট কম : নাটক।

(১১৫) শুধু লিমেরিক : লিমেরিক (ছড়া)।

(১১৬) খাস খবর (ধারাবাহিক রহস্য উপন্যাস) ; চোরা সুড়ঙ্গ (প্রকাশিত হয় প্রতি বুধবার)।

(১১৭) দৈনিক বজ্রকণ্ঠ (মুদ্রণ ও অনলাইন) : একগুচ্ছ কবিতা।

(১১৮) স্টোরি মিরর : বুজরুকির গল্প

(১১৯) স্টোরি মিরর : প্রেমের গল্প

(১২০) স্টোরি মিরর : মজার গল্প।

(১২১) এখন খোলা হাওয়া : কবিতা।

(১২২) স্টোরি মিরর : বড় গল্প।

(১২৩) স্টোরি মিরর : তীর্যক গল্প।

(১২৪) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(১২৫) বাংলা প্রতিলিপি ডট কম : বড় কবিতা।

(১২৬) সাহিত্য বার্তা : কবিতা।

(১২৭) বাংলা প্রতিলিপি ডট কম : গল্প।

(১২৮) বাংলা প্রতিলিপি ডট কম : প্রবন্ধ।

(১২৯) বাংলাসাহিত্য : কবিতা।

(১৩০) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(১৩১) পরবাস : চারটে কবিতা

(১৩২) বাংলাসাহিত্য : দীর্ঘ কবিতা।

(১৩৩) ষোলো আনা :

(১৩৪) অভিষিক্তা : প্রচ্ছদকাহিনি।

(১৩৫) অভিষিক্তা : দীর্ঘ কবিতা।

(১৩৬) বাংলা প্রতিলিপি ডট কম : গল্প।

(১৩৭) আর্ষ : কবিতা।

(১৩৮) স্টোরি মিরর : সদ্য লেখা কবিতা।

(১৩৯) স্টোরি মিরর : কবিতা।

(১৪০) স্টোরি মিরর : সদ্য লেখা কবিতা।

(১৪১) স্টোরি মিরর : কবিতা।

(১৪২) স্টোরি মিরর : সদ্য লেখা কবিতা।

(১৪৩) অদ্বিতীয় : গল্প

(১৪৪) বেহালা বাড়িশা সংবাদ (ধারাবাহিক রহস্য উপন্যাস) : তৃতীয় চোখ।

(১৪৫) নিকোটিন (ওয়েব ম্যাগাজিন) ধারাবাহিক রহস্য উপন্যাস : দশচক্র

(১৪৬) সেন্টুর নেটওয়ার্ক : বইপাড়া নিয়ে দীর্ঘ গদ্য।

(১৪৭) মাতৃবাণী : বড় গল্প।

(১৪৮) বাংলাসাহিত্য ওয়েবজিন : কবিতা।

(১৪৯) বাংলাসাহিত্য ওয়েবজিন : মুক্তগদ্য।

(১৫০) সেন্টুর নেটওয়ার্ক : দুটি কবিতা।

(১৫১) বাংলা প্রতিলিপি ডট কম : দীর্ঘ কবিতা।

(১৫২) প্রয়াস (সৃজন সাহিত্য পত্র়) : কবিতা।

(১৫৩) স্টোরি মিরর : বড়দের গল্প।

(১৫৪) স্টোরি মিরর : অমরত্বের গল্প

(১৫৫) স্টোরি মিরর : আত্মহত্যার গল্প।

(১৫৬) স্টোরি মিরর : কিশোর গল্প।

(১৫৭) স্টোরি মিরর : প্রেমের গল্প।

(১৫৮) স্টোরি মিরর : সামাজিক গল্প।

(১৫৯) স্টোরি মিরর : ঘুমের গল্প।

(১৬০) স্টোরি মিরর : মজার গল্প।

(১৬১) স্টোরি মিরর : ছোটদের গল্প।

(১৬২) স্টোরি মিরর : আতঙ্কের গল্প।

(১৬৩) স্টোরি মিরর : প্রেমের কবিতা।

(১৬৪) স্টোরি মিরর : সামাজিক কবিতা।

(১৬৫) স্টোরি মিরর : রাজনীতির কবিতা।

(১৬৬) স্টোরি মিরর : পুরাণকবিতা।

(১৬৭) স্টোরি মিরর : নির্দেশিকা কবিতা।

(১৬৮) জিরো বাউন্ডারি কবিতা : দুটি কবিতা।

এ ছাড়াও হয়তো অন্যান্য প্রিন্ট এবং ওয়েব ম্যাগাজিনে আমার আরও কিছু লেখা বেরিয়েছে। কিন্তু সেগুলো যেহেতু এখনও আমার চোখে পড়েনি কিংবা আমি খবর পাইনি, তাই সেগুলোর উল্লেখ করতে পারলাম না।

সিদ্ধার্থ সিংহের পরিচিতি
২০১২ সালের ‘বঙ্গ শিরোমণি’ সম্মানে ভূষিত সিদ্ধার্থ সিংহের জন্ম কলকাতায়। ১৯৬৪ সালে।  ক্লাস নাইনে পড়ার সময়ই তাঁর প্রথম কবিতা ছাপা হয় ‘দেশ’ পত্রিকায়। প্রথম ছড়া ‘শুকতারা’য়।  প্রথম গদ্য ‘আনন্দবাজার’-এ। প্রথম গল্প ‘সানন্দা’য়। যা নিয়ে রাজনৈতিক মহল তোলপাড় হয়। মামলা হয় পাঁচ কোটি টাকার। ছোটদের জন্য যেমন সন্দেশ, আনন্দমেলা, কিশোর ভারতী, চির সবুজ লেখা, ঝালাপালা, রঙবেরং, শিশুমহল ছাড়াও বর্তমান, গণশক্তি, রবিবাসরীয় আনন্দমেলা-সহ সমস্ত দৈনিক পত্রিকার ছোটদের পাতায় লেখেন, তেমনি বড়দের জন্য লেখেন কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ এবং মুক্তগদ্য। ‘রতিছন্দ’ নামে এক নতুন ছন্দের প্রবর্তন করেছেন তিনি। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা দুশো চুয়াল্লিশটি। তার বেশির ভাগই অনুদিত হয়েছে বিভিন্ন ভাষায়। বেস্ট সেলারেও উঠেছে সে সব। এ ছাড়া যৌথ ভাবে সম্পাদনা করেছেন লীলা মজুমদার, রমাপদ চৌধুরী, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মহাশ্বেতা দেবী, শংকর, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য, নবনীতা দেবসেন, রঞ্জন বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে। তাঁর লেখা নাটক বেতারে তো হয়ই, মঞ্চস্থও হয় নিয়মিত। তাঁর কাহিনি নিয়ে ছায়াছবিও হয়েছে বেশ কয়েকটি। গান তো লেখেনই। মিউজিক ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন বেশ কয়েকটি বাংলা ছবিতে। তাঁর ইংরেজি এবং বাংলা কবিতা অন্তর্ভুক্ত হয়েছে কয়েকটি সিনেমায়। বানিয়েছেন দুটি তথ্যচিত্র। তাঁর লেখা পাঠ্য হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে। ইতিমধ্যে পেয়েছেন পশ্চিমবঙ্গ শিশু সাহিত্য সংসদ পুরস্কার, কবি সুধীন্দ্রনাথ দত্ত পুরস্কার, কাঞ্চন সাহিত্য পুরস্কার, সন্তোষকুমার ঘোষ স্মৃতি সাহিত্য পুরস্কার, দক্ষিণ চব্বিশ পরগনা লোক সাহিত্য পুরস্কার, প্রসাদ পুরস্কার, নতুন গতি পুরস্কার, ড্রিম লাইট অ্যাওয়ার্ড, কমলকুমার মজুমদার জন্মশতবর্ষ স্মারক সম্মান, কবি সামসুল হক পুরস্কার, সুচিত্রা ভট্টাচার্য স্মৃতি সাহিত্য পুরস্কার, অণু সাহিত্য পুরস্কার, কাস্তেকবি দিনেশ দাস স্মৃতি পুরস্কার, শিলালিপি সাহিত্য পুরস্কার, চেখ সাহিত্য পুরস্কার, মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার ছাড়াও ছোট-বড় অজস্র পুরস্কার ও সম্মাননা। পেয়েছেন ১৪০৬ সালের ‘শ্রেষ্ঠ কবি’ এবং ১৪১৮ সালের ‘শ্রেষ্ঠ গল্পকার’-এর শিরোপা।

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here