এএইচএম নোমানকে উদার আকাশ সম্মাননা প্রদান ২ জানুয়ারি

0
1020
এএইচএম নোমান
এএইচএম নোমান
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:4 Minute, 54 Second

এএইচএম নোমানকে উদার আকাশ সম্মাননা প্রদান ২ জানুয়ারি

বিশেষ প্রতিবেদন 

বাংলাদেশের পরিচিত সমাজসেবী,উন্নয়ন ওমানবাধিকার সংগঠক এএইচএম নোমানকে ভারতের পশ্চিম ভঙ্গের উদার আকাশ পত্রিকা ওপ্রকাশনের পক্ষ থেকে ২ জানুয়ারি ২০২০ সম্মাননাপ্রদান করা হবে।

নদীয়া জেলার কল্যাণীতে বিশেষ অবদানের জন্য জনাব নোমানের হাতে সম্মাননা তুলে দিবেন উদার আকাশ  পত্রিকাও প্রকাশনের সম্পাদক ফারুক আহমেদ। 

এএইচএম নোমান সিএ পড়া অবস্থায় এএইচএমনোমান ১৯৭০ এর ১২ নভেম্বর ভয়াবহজলোচ্ছ্বাসে লাখ লাখ লোকেরপ্রাণহানীতে ‘ধ্বংসথেকে সৃষ্টি‘র শ্লোগান নিয়ে বাংলাদেশের উপকূলীয়রামগতি তথা বৃহত্তর নোয়াখালীতে ত্রাণ, পুনর্বাসন,পুনর্গঠন, উন্নয়ন ও মানবাধিকার কাজে তখনথেকে নিয়োজিত আছেন।এএইচএম নোমান পিপলস্ হেলথ মুভমেন্ট-পিএইচএম বাংলাদেশ সার্কেল এর প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ছিলেন(২০০১-০৪)।জনাব নোমান ফেডারেশন অবএনজিও’স ইন বাংলাদেশ-এফএনবি’র নির্বাচিত সিনিয়র সহ সভাপতি এবং উন্নয়ন ও মানবাধিকারনেটওয়ার্ক সংস্থা বাংলাদেশ মানবাধিকার সমন্বয়পরিষদ-বামাসপ এর চার বার সভাপতির দায়িত্বপালন করেন

জাতীয় এনজিও ডেভেলপমেন্টঅর্গানাইজেসন অব দি রুরাল পূয়র-ডরপ এরপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। 

এএইচএম নোমান
এএইচএম নোমান

এএইচএম নোমান বাংলাদেশে দরিদ্র মা‘দের জন্য‘মাতৃত্বকালীন ভাতা’ প্রদান কার্যক্রম প্রবর্তন (মে২০০৫) করেন।তার আবেদনের প্রেক্ষিতে২০০৭-০৮ অর্থ বছর থেকে বাংলাদেশ সরকারসারা দেশে মাতৃত্বকালীন ভাতা প্রদান কার্যক্রমবাস্তবায়ন করছে

এর পর দারিদ্র্য বিমোচনেমাতৃত্বকালীন ভাতা কেন্দ্রিক ‘স্বপ্ন প্যাকেজ’কার্যক্রমও তিনি উদ্ভাবন করেন।এ কার্যক্রমটিওসরকার দেশের ১০টি উপজেলায় পাইলট অকারেবাস্তবায়ন করেছে।দরিদ্র মাদের মৌলিকঅধিকার রক্ষায় সামাজিক বিনিয়োগ করে‘পাবলিক পূয়র প্রাইভেট পার্টনারশীপ-পিপিপিপি’এর মাধ্যমে ‘মা সংসদ’ প্লাটফরমের পাইলটবাস্তবায়নকারী।এ ধরণের কার্যক্রম বাস্তবায়নকরায় ইতোমধ্যে এএইচএম নোমান ‘মাতৃবন্ধু’উপাধিতে ভূষিত হয়েছেন। তিনি ‘সর্বজনীননির্বাচন ব্যবস্থাপনা পরিষদ’ ও ‘স্বাস্থ্যগ্রাম’ ধারণারপ্রবক্তা ও বাস্তবায়নকারী। 

জনাব নোমান,দারিদ্র্য বিমোচন ও মানবহিতৈষীকাজে অবদান রাখার জন্য ফিলিপাইন ভিত্তিক‘গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার- ২০১৩’ লাভকরেন। তিনি বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি এইসম্মানজনক এওয়ার্ড অর্জন করেন। দেশে নারীরক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনের মাধ্যমে শান্তিপ্রতিষ্ঠায় অবদান রাখার জন্য জুনিয়র চেম্বারইন্টারন্যাশনাল (জেসিআই)- বাংলাদেশ কর্তৃক‘জেসিআই বাংলাদেশ শান্তি সম্ভব 
এওয়ার্ড-২০১৭’ লাভ করেন। 

জনাব এএইচএম নোমান এর লেখা ‘স্বনির্ভরআন্দোলন’, ‘সামগ্রিকতার জন্য কিছু বিক্ষিপ্তকথা’, ‘সময়ের মানচিত্র’, ‘দিন বদলের স্বপ্ন’, ‘ধ্বংসথেকে সৃষ্টি’ এবং ‘স্বপ্ন’র আতুর ঘর: ভাঙ্গা গড়ারদৌলতখান’ বই প্রকাশিত হয়েছে। তিনি ঢাকার মিরপুরের সাহিত্য সংগঠন ‌‘বৃহস্পতির আড্ডা’ এর পৃষ্টপোষক। 

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here