বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অমর একুশে বইমেলার উদ্বোধন হয়ে গেল

0
1000
বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অমর একুশে বইমেলার উদ্বোধন হয়ে গেল
বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অমর একুশে বইমেলার উদ্বোধন হয়ে গেল
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:8 Minute, 55 Second

বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অমর একুশে বইমেলার উদ্বোধন হয়ে গেল

১৮ মার্চ ২০২১,ঢাকা,বাংলাদেশ :

আনোয়ারুল হক ভূঁইয়া, বাংলাদেশ প্রতিনিধি

আজ ০৪ চৈত্র ১৪২৭ /18 ই মার্চ 2021 সাল শুভ উদ্বোধন হল মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২১ | প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা|

শিল্পী শারমিন সাথী ইসলাম এর নেতৃত্বে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত এবং ঐতিহাসিক আমার গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি পরিবেশনের মধ্য দিয়ে শুরু হলো মূল অনুষ্ঠান|

উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী| শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ বদরুল আরেফিন| প্রকাশক প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ| অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি| সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান|

স্বাগত ভাষণে হাবীবুল্লাহ সিরাজী বলেন করণা মহামারীর বিরুদ্ধে বাস্তবে আমরা নির্ধারিত সময়ের পরে হলেও সকলের সহযোগিতায় আজ থেকে আগামী 14 ই এপ্রিল পর্যন্ত অমর একুশে বইমেলা 2021 আয়োজন করার সংকল্প গ্রহণ করেছি| জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এবার গত বছরের আয় দ্বিগুণ পরিসরের বইমেলার স্থান বিস্তৃত করা হয়েছে|

শুভেচ্ছা বক্তব্যে মোঃ বদরুল আরেফিন বলেন জ্ঞানভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথে অমর একুশে বইমেলা একটি ঐতিহাসিক শুভ পদক্ষেপ| বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রতিপাদ্য করে আয়োজিত এবারের মেলা গোটা বাঙালি জাতির প্রাণের মেলা|

প্রকাশক প্রতিনিধি ফরিদ আহমেদ বলেন করণা মহামারীর বৈরী বাস্তবতায় বিলম্ব হলেও একুশে বইমেলা শুরু হওয়া একটি ইতিবাচক উদ্যোগ| মহামারীতে ক্ষতিগ্রস্ত প্রকাশনা শিল্প কে প্রণোদনা দেওয়া এখন সময়ের দাবি|
বিশেষ অতিথি কে এম খালিদ এমপি বলেন এবারের বইমেলা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত না হলেও আজ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে শুরু হচ্ছে কারণ বাংলাদেশের মানুষ বইয়ের অনুরাগী ও সংস্কৃতিপ্রেমী| স্বাধীনতার মাস থেকে শুরু করে বাংলা নববর্ষ পর্যন্ত প্রাপ্ত এবারের মেলায় সবাই স্বাস্থ্যসচেতন থেকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহায়তা করবেন এই প্রত্যাশা করছি|

সভাপতির ভাষণে অধ্যাপক শামসুজ্জামান খান বলেন একুশের বইমেলা কেবল বিকিকিনির উৎসব নয় বরং তাকে আমাদের জাতিসত্তার শেকড়ের বিষয় বিবেচনা করতে হবে কারণ 984 সালে বাংলা একাডেমি বইমেলা শুরু সময় স্লোগান নির্বাচন করা হয়েছিল 21 আমাদের পরিচয়|
প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন একুশে বইমেলা আমাদের প্রাণের মেলা সরকারে কিংবা বিরোধী দলের যেখানেই থাকি আমি সবসময় বই মেলায় অংশগ্রহণ করি| এবার সশরীরে উপস্থিত না থাকতে পারলেও ভার্চুয়ালি উপস্থিত থেকে আপনাদের সঙ্গে অংশ নিচ্ছি| এবারের বইমেলা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয় করোনা মোকাবিলায় আমরা টিকা প্রদান কার্যক্রম বাস্তবায়ন করে চলেছি| তারপরেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সবাইকে বইমেলায় আসতে হবে| তিনি বলেন বই আমাদের জ্ঞানের দরজা প্রশস্ত করে বর্তমানে ডিজিটাল বহু মাধ্যমে বইয়ের বিকল্প পাঠকের কাছে সহজে পৌঁছে গেলেও এখনো ছাপা বইয়ের আবেদন কখনো পূরণ হবার নয়| প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশে বর্তমানে অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে বিশ্বব্যাপী এক বিস্ময়ের নাম| তবে আমাদের একই সঙ্গে বাংলা সাহিত্যের যথাযথ অনুবাদ বিশ্বের ভাষাভাষী পাঠকের কাছে পৌঁছে দেয়ার বিষয়ে মনোযোগী হতে হবে| কারণ যথাযথ অনুবাদের মাধ্যমে আমাদের জনজীবন সংস্কৃতি গণমাধ্যমের অন্তরঙ্গ পরিচয় পাওয়া যাবে| |

বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রকাশিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত আমার লেখা নয়াচীন এর ইংরেজি অনুবাদ নিউ চায়না 9252 এর গ্রন্থ উন্মোচন করা হয়| গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছেন অধ্যাপক ফখরুল আলম|
বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2020 প্রদান করা হয়| বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2020 পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতা মুহাম্মদ সামাদ, কথাসাহিত্য ইমতিয়ার শামীম, প্রবন্ধ ও গবেষণা বেগম আখতার কামাল, অনুবাদ সুরঞ্জন বসাক, নাটক রবিউল আলম, শিশুসাহিত্য আনজীর লিটন, মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণা সাহিদা বেগম, বিজ্ঞান ও কল্পবিজ্ঞান অপরেশ বন্দ্যোপাধ্যায়, আত্মজীবনী ও স্মৃতিকথা ভ্রমণকাহিনী ফেরদৌসী মজুমদার, ফোকলোর মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান|

মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত লেখকদের হাতে তিন লক্ষ টাকার চেক ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেন| অনুষ্ঠান পরিচালনা করেন নুরুন্নাহার খানম এবং ডঃ শাহাদাত হোসেন|

আগামীকালের অনুষ্ঠানসূচি:
আগামীকাল 5 চৈত্র ১৪২৭ /১৯ মার্চ ২০২১ শুক্রবার| অমর একুশে বইমেলার দ্বিতীয় দিন মেলা চলবে সকাল 11 টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বিকেল চারটা বই মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চ ভাসন শীর্ষক আলোচনা অনুষ্ঠান প্রবন্ধ উপস্থাপন করবেন সুভাষ সিংহ রায়| আলোচনা ট্রেন অ্যারোমা দত্ত এমপি এবং নাসির উদ্দিন ইউসুফ| অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন|

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD