Terrorists have no religion: WB CM at Assembly
Condemning the terror attack in Bangladesh, West Bengal Chief Minister Mamata Banerjeeon Monday said terrorists have no religion and everybody should unite to fight against terrorism.
“We condemn the act of terror in Bangladesh. We share their pain and agony and stand beside Bangladesh. Both West Bengal and Bangladesh share a deep cultural and humanitarian bond.
“If Bangladesh is happy then we are happy, if they are sad then we are also sad. On that night (when terrorists carried out the attack in Bangladesh), I had kept track of the happenings in Bangladesh,” Banerjee said in the state Assembly.
“We don’t comment on matters concerning other countries. We can’t interfere in matters of other countries. Our administration had alerted the bordering police stations. There are still places in the Indo-Bangladesh border where there is no fencing,” she said.
The Chief Minister appealed to the people that they should inform the police if they come across any suspicious people.
Referring to the BJP MLA’s comments of stopping Moitree Express if attack on minorities does not stop in Bangladesh, Banerjee said such statements should not be made.
“How can you make such comments that Moitree Express will be stopped.? Such kind of decisions are taken by the central government and not by any political party. Moitree Express has no relation with terrorism. We should not make such comments which hamper relations between the two countries. We should remember that terrorists have no religion,” she said.
She also said post the Dhaka attack, police in the state was on high alert.
সন্ত্রাসবাদীদের কোনও ধর্ম হয় না: বিধানসভায় মুখ্যমন্ত্রী
সোমবার বিধানসভায় বাংলাদেশের জঙ্গিহানার ঘটনার তীব্র নিন্দা করেণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন সন্ত্রাসবাদীদের কোন ধর্ম হয় না এবং আমাদের প্রত্যেকের উচিত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করা।
“যে কোনও মূল্যে ইন্দো-বাংলার প্রগতি ও শান্তি বজায় রাখতে হবে৷ মনে রাখবেন বাংলাদেশ ভাল থাকলে আমরা ভাল থাকি৷ ওপার বাংলা খারাপ থাকলে আমরা খারাপ থাকি৷ যেদিন বাংলাদেশে জঙ্গি হানা হল সেই রাতে আমি নজর রাখছিলাম পুরো ঘটনার ওপর’, বিধানসভায় একথা জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, “অন্য দেশের বিষয় নিয়ে আমরা কোন কথা বলতে পারি না। আমাদের প্রশাসন সীমান্তবর্তী এলাকার সব পুলিশকে সতর্ক করে দেওয়া হয়েছে। এখনও ইন্দো-বাংলাদেশ সীমান্তে এখনও কাঁটাতারের বেড়া সম্পূর্ণ দেওয়া নেই।”
মুখ্যমন্ত্রী মানুষের কাছে আহ্বান জানান কোনরকম সন্দেহজনক কিছু দেখলে তাঁরা যেন সঙ্গে সঙ্গে পুলিশকে সেকথা জানান।
মৈত্রী এক্সপ্রেস বন্ধ করার জন্য দাবি তুলেছেন বিজেপি সভাপতি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মৈত্রী এক্সপ্রেস বন্ধ করা যাবে না৷ ওই ট্রেনের সঙ্গে বাংলাদেশের জঙ্গিহানার কোনও সম্পর্ক নেই৷
“বিজেপির রাজ্য সভাপতি কেন মৈত্রী এক্সপ্রেস বন্ধ করার কথা বলছেন? এটা পুরোপুরি কেন্দ্রের সিদ্ধান্ত৷ মৈত্রী এক্সপ্রেস মানে দু’দেশের সম্প্রীতি, বন্ধুত্ব ও সুসম্পর্কের প্রতীক৷ এর সঙ্গে দু’দেশের আবেগ জড়িয়ে আছে৷ আমাদের মনে রাখা উচিত সন্ত্রাসবাদীরা কেবল সন্ত্রাসবাদী। তাদের জাত, ধর্ম, বর্ণ, রাজনীতি থাকতে পারে না। বিষয়টি নিয়ে কেউ যেন রাজনীতি না করেন৷ কথায় কথায় কেন সব কিছুতেই এত অসহিষ্ণু হব? প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশ খুবই বন্ধু দেশ৷ পরস্পরকে পরস্পরের প্রতি দায়িত্বশীল হতে হবে৷ আমাদের সবাইকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। এমন সমস্ত ঘটনায় রাজনীতির ইস্যুকে বাদ দিন৷ সদিচ্ছাকে গুরুত্ব দিতে হবে”, তিনি বলেন।
তিনি আরও বলেন “ঢাকায় হামলার পর সীমান্ত এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে। আমরা চাই, আমাদের এখানে সম্প্রীতি, শান্তিশৃঙ্খলা বজায় থাকুক। আমরা বাংলাদেশের পাশে আছি। সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।”