WB CM inaugurates Purulia Govt Engineering College
West Bengal Chief Minister Mamata Banerjee chaired an administrative meeting at Purulia district today. During the meeting, she inaugurated a government engineering college at Purulia. This is the first government engineering college in the State in the last 20 years.
The college would have all the required infrastructure (academic block, administrative block, student activity centre, separate hostels for boys and girls among other things). Eighty one teachers and 31 non-teaching staff will be recruited for the college.
Affiliated to Maulana Abul Kalam Azad University of Technology, Purulia Government Engineering College will offer graduate-level courses in civil engineering, mechanical engineering, electrical engineering, Computer Science engineering, electronics and communication engineering.
Classes for the first batch will commence on 10 August with 300 students selected via West Bengal Joint Entrance Examination.
The Chief Minister addressed a press conference after the administrative revie meeting.
Highlights of her speech:
- Major roads are being constructed in Bankura and Purulia at a cost of Rs 340 Cr, it will benefit people hugely
- A major industrial corridor is coming up between Amritsar and Kolkata, this will connect Purulia and Bankura as well
- Out of 12 Kisan Bazars, 6 are ready in this district which will be inaugurated tomorrow
- We have started youth hostels, cottages and roadways in the Ayodhya Hills area, this will boost tourism in the region
- We also held discussions on all the social schemes such as Kanyashree, Khadya Sathi, Shikshashree and other schemes
আজ পুরুলিয়ায় সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী
আজ পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠককালে তিনি পুরুলিয়ায় সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন করেন। গত ২০ বছরে এটি রাজ্যের প্রথম সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ।
কলেজ সব প্রয়োজনীয় অবকাঠামো (একাডেমিক ব্লক, প্রশাসনিক ব্লক, ছাত্র কার্যকলাপ কেন্দ্র, ছেলেদের এবং অন্যান্য বিষয়ের মধ্যে মেয়েদের জন্য আলাদা হোস্টেল) রয়েছে। আশি জন শিক্ষক এবং ৩১ জন স্টাফ কলেজের জন্য নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৩০০জন শিক্ষার্থী নিয়ে ১০ই আগস্ট প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।
এখানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু বিষয়ঃ
বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ৩৪০ কোটি টাকা ব্যয়ে অনেক রাস্তা তৈরির প্রকল্প নেওয়া হয়েছে, এগুলি সম্পূর্ণ হলে মানুষের অনেক উপকার হবে
অমৃতসর ও কলকাতার মধ্যে একটি শিল্প করিডর তৈরি করা হচ্ছে, এর মাধ্যমে বাঁকুড়া ও পুরুলিয়াকেও যুক্ত করা হবে
১২ টি কৃষক বাজারের মধ্যে ৬টির কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে, এগুলি আগামীকাল উদ্বোধন করা হবে
অযোধ্যা পাহাড় এলাকায় আমরা যুব আবাস, কটেজ এবং রাস্তা তৈরি করছি যার ফলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে
শিক্ষাশ্রী, কন্যাশ্রী, খাদ্য সাথী সহ বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে