Durga Puja idol immersion to be branded as special tourist attraction this year
Durga Puja has long been an attraction for tourists visiting Bengal. But the idol immersions, on the contrary, are never seen in such a way.
This year, the Bengal government have come up with an idea to showcase the immersion ceremonies of Durga idol across the state, to the rest of the world.
The government is planning to not only brandish the different Pujas but also highlighting the immersion process too.
According to government plans, the idol immersing procession will proceed through Red Road on October 14 from 6 pm till midnight. Adequate measures will be taken for the tourists to witness the immersion alongside the roads and ghats.
Some cultural shows are also being planned at the venue. The state tourism department will also display various pictures to capture the moments of the Puja and immersion in temporary gallery on both sides of the roads.
এ বছর দুর্গাপূজা প্রতিমা বিসর্জন পর্যটকদের বিশেষ আকর্ষণ
বাংলার দুর্গাপূজা পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ। পক্ষান্তরে, প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান এমনভাবে আগে কখনো হয়নি।
এই বছর সরকার সারা রাজ্য জুড়ে দুর্গা প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান করার নতুন পরিকল্পনা নিয়েছে।
শুধুমাত্র পুজো নয়, প্রতিমা বিসর্জনক প্রক্রিয়াকেও যথেষ্ট লক্ষণীয় করতে চায় রাজ্য সরকার।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা হবে ১৪ অক্টোবর সন্ধ্যে ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত। প্রতিমা বিসর্জনের পাশাপাশি পর্যটকদের জন্য রাস্তায় ও ঘাটে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বেশ কিছু সাংস্কৃতিক শো ও প্রদর্শিত হবে। রাজ্য পর্যটন বিভাগ পুজোর বিভিন্ন মুহূর্তের ছবি রাস্তার দুপাশে গ্যালারির মাধ্যমে প্রদর্শিত হবে।