State government to give away Biswa Bangla Sharad Samman
The state government will give away ‘Biswa Bangla Sharad Samman’ to the best Durga Puja organisers across the globe. Along with the best pujas of Kolkata and Bengal, the overseas Puja organisers will also get the Biswa Bangla Sharad Samman-2016.
The categories – idol, pandal, theme, lighting, eco-friendly Puja, year’s invention, Puja atmosphere, artists, Dhakishree, Biswa Bangla Branding and the best of the best – will be the categories from which the best competitors will be chosen for the awards.
The prizes will be distributed in next November. The website will give detailed information to the participants.
The application forms can be downloaded from the website, but anybody can collect it from the third floor of Kolkata Information centre at Nandan. The distribution of the forms will start today. The distribution of forms will conclude on September 28.
বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করবে রাজ্য সরকার
প্রতি বছরের ন্যায় এবারেও রাজ্য সরকার প্রদান করবে বিশ্ব বাংলা শারদ সম্মান। কলকাতা ছাড়াও দেশের ও বিদেশের নানা পুজোর সেরাগুলিকে সম্মাননা প্রদান করা হবে এবছর।
এবছরের পুরস্কারের নানা বিভাগ আছে, যেমন – প্রতিমা, মূল ভাবনা, আলোকসজ্জা, পরিবেশবান্ধব পুজো, বছরের সেরা আবিষ্কার, ঢাকিশ্রী, বিশ্ব বাংলা ব্র্যান্ডিং, সেরার সেরা।
বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করা হবে নভেম্বরে। ওয়েবসাইটে পাওয়া যাবে সমস্ত তথ্য।
আবেদন পত্র পাওয়া যাবে ওয়েবসাইট থেকে কিংবা নন্দনে কলকাতা তথ্যকেন্দ্র থেকে। আজ থেকে আবেদন পত্র দেওয়া শুরু হবে, চলবে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত।