Bengal has emerged as a business destination: President of India at Bengal Global Business Summit 2017

Hon’ble President of India inaugurated the third edition of Bengal Global Business Summit today. During his speech he said complemented the current State government for moving with liberal policies for suitable investment climate despite huge debt-stress.
The Hon’ble President said that the Bengal government is focused on growth. He also praised the Sabuj Sathi scheme of the state government.
The two-day long summit is being organised at Milan Mela Grounds, Kolkata. Business delegations from 29 countries including Japan, Germany, Poland, Netherlands, Korea, Belgium, Bangladesh, United States of America, UK, Canada, Italy, Russia, China are participating in the two-day meeting.
মাননীয় রাষ্ট্রপতির উপস্থিতিতে শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন
ভারতের মাননীয় রাষ্ট্রপতি আজ তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করলেন। দুদিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মিলন মেলা প্রাঙ্গনে। আমেরিকা, ব্রিটেন, কানাডা, ইতালি, রাশিয়া, চীন সহ নানা দেশের প্রতিনিধিরা উপস্থিত এই সম্মেলনে।
বন্দর, খনি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে। শিল্প ও বানিজ্য দপ্তর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্গত বস্ত্র, রত্ন, গয়না, চামড়া, পাট, কামারশিল্প, ঢালাই ও হস্তশিল্পকেও তুলে ধরবে।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭য় স্টার্ট-আপ হতে চলেছে ‘মধ্যমণি’। সাম্প্রতিককালের কিছু নামকরা স্টার্ট-আপের প্রতিনিধিরা রয়েছেন এই সম্মেলন।