Silk Hub soon in Serampore

The Bengal Government is going to set up a Silk Hub in Serampore in Hooghly district. This was announced recently by Chief Minister Mamata Banerjee.
Like her other innovative hubs which have opened up new horizons in the world of traditional crafts and trades, like the Mishti Hubs, Muslin Hub, etc., the Silk Hub is also expected to bring in new opportunities to silk craftsmen.
The hub would draw skilled craftsmen from across Bengal. It would enable sharing of skills and other ideas, including marketing ideas. The Silk Hub would become a centre of innovation and is expected to become a major base for export of silk in the future.
The hub would provide a steady source of income for many families and also help in preserving their craftsmanship.
শীঘ্রই শ্রীরামপুরে তৈরী হবে সিল্ক হাব
রাজ্য সরকার খুব শীঘ্রই হুগলী জেলার শ্রীরামপুরে তৈরী করতে চলেছে সিল্ক হাব। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন।
তাঁর অন্যান্য উদ্যোগগুলো যেমন মিষ্টি হাব, মসলিন হাব যেগুলো পারম্পরিক শিল্পে দিয়েছে এক নতুন মাত্রা, তেমনই আশা করা যায় এই সিল্ক হাব তৈরি হলে সিল্ক তাঁতিরা পাবে এক নতুন সুযোগ।
এই হাবে রাজ্যের সকল প্রশিক্ষিত সিল্কের তাঁতিরা যোগ দেবেন। এর মাধ্যমে তাঁতিদের মধ্যে নানারকম ভাবনার আদান প্রদানের পাশাপাশি বিপণনের ব্যাপারেও নিত্যনতুন চিন্তা ভাবনার আদান প্রদান হবে। এ
ই সিল্ক হাব তৈরী হলে এটি সিল্ক সংক্রান্ত নতুন ধ্যানধারণার অন্যতম কেন্দ্র হবে ও ভবিষ্যতে সিল্ক রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে চলেছে।এই হাব অনেক পরিবারের রোজগারের পথ খুলে দেবে।