UN invites Bengal CM to Public Service Day celebrations in the Netherlands

On the invitation of the United Nations, Chief Minister Mamata Banerjee is going to the Netherlands. She is the first Chief Minister from India to be invited to a United Nations summit, and therefore, this is indeed something to be proud of for Bengal.
The occasion for which Mamata Banerjee is going to The Hague is the United Nations’ Public Service Day celebrations on June 22 and 23. This international day celebrates public servants’ contribution to sustainable development.
The theme of the 2017 UN Public Service Forum is ‘The Future is Now: Accelerating Public Service Innovation for Agenda 2030’. Five hundred dignitaries from around the world are going to grace the occasion.
The Mamata Banerjee Government’s Kanyashree Scheme has garnered international acclaim, and has been awarded by the United Nations. Other public service schemes like Sabuj Sathi and Yuvashree have also received a lot of praise for their effectiveness in addressing pressing social concerns.
This invitation is yet another recognition of the fact that the twin agendas of development and governance of Mamata Banerjee’s Trinamool Congress Government have ushered in a reign of hope and happiness.
রাষ্ট্রপুঞ্জের আমন্ত্রণে নেদারল্যান্ডস যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
বিশ্ব দরবারে সম্মানিত মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপুঞ্জের আমন্ত্রণে নেদারল্যান্ডসের হেগে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যা কার্যত নজিরবিহীন।
সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের এই সম্মান বাংলার কাছে অন্যতম। দেশের অন্য কোনও মুখ্যমন্ত্রী যা আগে পাননি। ফলত আন্তর্জাতিক মঞ্চের এই আমন্ত্রণ একদিকে যেমন বাংলার কাছে সম্মানের আর একদিকে বাঙালির গর্বের বিষয়ও বটে। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী এযাবৎ যা করতে পারেননি তা গত ছয় বছরে বাংলায় করে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ক্ষমতায় আসার পরই একাধিক জনসেবামূলক প্রকল্প গ্রহণ করে সেগুলিকে কার্যকর করেছেন মুখ্যমন্ত্রী। যার তালিকায় রয়েছে কন্যাশ্রী, সবুজ সাথী, যুবশ্রীর মতো প্রকল্পগুলি। কয়েক বছরের মধ্যেই যা সাফল্যের শিখরে পৌঁছয়। ইতিমধ্যেই কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক মঞ্চে যথার্থ মানব উন্নয়নের নিরিখে বিশেষ স্বীকৃতি পেয়েছে। জনগণের স্বার্থে তাঁর উদ্যোগে গৃহীত একগুচ্ছ অভিনব প্রকল্পর সুবিধা পেয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষ, যা আজ সারা পৃথিবীর কাছে দৃষ্টান্তস্বরূপ।
আগামী ২২ ও ২৩ জুন ওয়ার্ল্ড অডিটোরিয়ামে রাষ্ট্রসঙ্ঘে ‘পাবলিক সার্ভিস ডে, ২০১৭’ অনুষ্ঠানটি হবে। অনুষ্ঠানটির ফোকাল থিম ‘দ্য ফিউচার ইজ নাও’। আর্থ-সামাজিক ক্ষেত্রে স্বীকৃতির জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে রাষ্ট্রপুঞ্জ।
গোটা পৃথিবী থেকে মোট ৫০০ গুরুত্বপূর্ণ ব্যাক্তি এই অনুষ্ঠানে যোগ দেবেন। আলোচনার বিষয়বস্তু হল নাগরিকদের কীভাবে সরকার সুবিধা প্রদান করে। বৃহৎ রাষ্ট্রগুলির নানাবিধ সমস্যা মেটানোর জায়গা হচ্ছে হেগ। এ ছাড়াও ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায়, বিভিন্ন সময় বহু ঐতিহাসিক আন্তর্জাতিক চুক্তি সাক্ষরিত হয়েছে এখানে। এবার সেই মঞ্চেই বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর সেই দিকেই তাকিয়ে আজ তামাম ভারতের মানুষ।