All roads lead to Dharmatala today – Didi will set the tone for next Panchayat Election in WB

0
1485
Mamata
Mamata
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:3 Minute, 48 Second

All roads lead to Dharmatala today

All roads lead to Dharmatala today

Today is historic July 21. On this day in 1993, 13 valiant workers lost their lives at Mayo Road in Kolkata, after the police opened fire on them.

They were marching to Writers’ Building, led by current Chief Minister Mamata Banerjee, then a firebrand Opposition leader, demanding that the voters’ identity card be made the only valid document to verify voters in order to stop the rampant ‘scientific rigging’ by the ruling party. Writers’ Building was then the state secretariat.

To commemorate the martyrdom of the 13 political activists, along with other martyrs who were killed during the Left Front rule, lakhs of people have converged from all the districts in Kolkata for the public meeting at Dharmatala.

As part of the preparations for Shahid Dibas rally, National President of Trinamool Youth Congress, Abhishek Banerjee held several public meetings across the State, all of which saw huge turnouts.

As in the past, this year too lakhs of party supporters have been put up at various places in Kolkata in eager anticipation of this special day. They have been accommodated by the party in places like the Geetanjali Stadium, Milan Mela grounds and various places in north Kolkata, where local leaders and party workers have been looking after them.

All roads lead to Dharmatala today. Camps have been set up at various places across the city to provide assistance to people. Commemorative gates have also been put up at important intersections in the city. Proper arrangements have been made for fire-safety, drinking water. Arrangements have also been made for medical emergencies.

আজ ধর্মতলায় শহীদ স্মরণ

আজ ঐতিহাসিক ২১শে জুলাই। ১৯৯৩ সালে এই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সচিত্র ভোটার কার্ডের ভিত্তিতে নির্বাচনের দাবী জানাতে গিয়ে বাম সরকারের পুলিশের গুলিতে কলকাতার রাজপথে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন যুবক। তার পরের বছর থেকে প্রতি বছর এই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় পালন করেন শহীদ দিবস।

আজকের সভাকে উদ্দেশ্য করে রাজ্যের প্রতি জেলা থেকে এসেছেন অগণিত কর্মী, সমর্থক ও সাধারন মানুষ। সকল ধর্ম বর্ণের মানুষের গন্তব্য ধর্মতলা। বক্তব্য রাখবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতি বছরের মত এবছরেও ২১শে জুলাইয়ের সভার জন্য প্রস্তুতি সভা শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। সর্বভারতীয় যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় সভা করেছেন এই উদ্দেশ্যে। পুরনো কর্মীদের সম্মান প্রদান করার কথাও বলেছেন তিনি। প্রতিটি সভায় ভিড় ছিল চোখে পড়ার মত।

প্রতিবারের মতো বেশ কয়েকদিন আগে থেকেই কর্মী সমর্থকরা এসে জমা হয়েছেন কলকাতার বিভিন্ন অঞ্চলে। তাঁদের রাখা হয়েছে গীতাঞ্জলী স্টেডিয়াম, মিলন মেলা প্রাঙ্গন সহ বিভিন্ন জায়গায়। প্রতিটি শিবিরে আগতদের দেখাশোনা করার জন্য নিযুক্ত আছেন নেতা ও কর্মীরা।

শহরের বিভিন্ন প্রান্তর থেকে ধর্মতলায় যাওয়া ও ধর্মতলা যাবে বহু মিছিল। আগত মানুষের সুবিধার্থে খোলা হয়েছে বিভিন্ন ক্যাম্প। শহরের নানা জায়গায় গেট তৈরি করা হয়েছে।​ ব্যবস্থা রয়েছে ফার্স্ট এইড এর। অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং পানীয় জলের দিকেও নজর দেওয়া হয়েছে।

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here