The University of Burdwan is one of the leading educational institute of West Bengal and India. A good number of students from neighboring countries joins the campus to study and fulfill their Dream. Bangladesh is one of the biggest source of International students in this University.
On 15th Aug 2017 a magazine named “Campus” has been unveiled by the VC Professor Nemai Chandra Saha along with Pro VC Dr. S.M. Dha, along with other dignitaries.
“ক্যাম্পাস ” ম্যাগাজিনের মোড়ক উম্মোচন
বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ও অত্র বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের মুখ্যপত্র ও বাংলাদেশী শিক্ষার্থী জাহাঙ্গীর আলম সম্পাদিত “ক্যাম্পাস ” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন হয় গত মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের রাজবাটী ক্যাম্পাসের জীবনানন্দ মঞ্চে।মোড়ক উন্মোচন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি অধ্যাপক নিমাই চন্দ্র সাহা। উপস্থিত ছিলেন প্রো-ভিসি ড. ষোড়শী মোহন দাঁ, রেজিষ্ট্রার ড. দেব কুমার পাঁজা,ডেভেলাপমেন্ট অফিসার ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টস’ এডভাইজার ড. ইন্দ্রজি রায় প্রমুখ।
Original Bengali Report & Author : Zahangir Alam ,BBA (H)3ed year,The University of Burdwan, President,International Students’ Association of The University of BurdwanPicture by Shawon Debnath,BBA (H) 1st year,The University of Burdwan