প্রকাশিত হল ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল ১০ টায় রবীন্দ্র মিলন মঞ্চে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।
এ বছর উচ্চ মাধ্যমিক শেষ হয় ১৩ মার্চ। পরীক্ষার ৭৪ দিনের মাথায় আজ সংসদ প্রকাশ করল ফল।
ভোটপর্ব মিটতেই রাজ্যের পড়ুয়াদের পরীক্ষার ফলপ্রকাশ শুরু হয়েছে। ২১ মে মাধ্যমিকের ফলপ্রকাশ হয়।
উচ্চমাধ্যমিকের ফল
• প্রথম স্থানে দুজন – শোভন মণ্ডল (বীরভূম জেলা স্কুল, বীরভূম) এবং রাজর্ষি বর্মন (জেনকিন্স স্কুল, কোচবিহার) প্রাপ্ত নম্বর ৪৯৮
• দ্বিতীয় স্থানে ছয়জন -সংযুক্তা বসু (বিধাননগর গভঃ হাইস্কুল, উত্তর ২৪ পরগনা), তন্ময় মেইকাপ (বাজকুল বলাইচন্দ্র বিদ্যাপীঠ, পূর্ব মেদিনীপুর), ঋতম নাথ (কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, নদিয়া) স্বর্ণদীপ সাহা (দিনহাটা হাইস্কুল, কোচবিহার), মহম্মদ মাসুম আখতার (সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির, দক্ষিণ ২৪ পরগনা) অনাতপ মিত্র (জেনকিন্স স্কুল, কোচবিহার) প্রাপ্ত নম্বর ৪৯৬
• তৃতীয় স্থানে চার জন – বর্ণালী ঘোষ (নবগ্রাম হীরালাল পাল বালিকা বিদ্যালয়, হুগলি), সুক্রিয় চক্রবর্তী (বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল, বর্ধমান) মৃণ্ময় মণ্ডল (গোবরডাঙা খাটুরা হাইস্কুল, উত্তর ২৪ পরগনা), সুপ্রিয় শীল (মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, হুগলি) প্রাপ্ত নম্বর ৪৯৪
• চতুর্থ স্থানে ছয় জন – মহাকাশ রক্ষিত (বাঁকুড়া জেলা স্কুল, বাঁকুড়া), ঐতিহ্য সাহা (জেনকিন্স স্কুল, কোচবিহার), রাকেশ দে (সাঁইথিয়া টাউন হাই স্কুল, বীরভূম), শ্রমণ জানা (শ্রী অরবিন্দ বিদ্যামন্দির, হুগলি), শ্রেয়শ্রী সরকার (টাকি হাউস মাল্টিপারপাস গার্লস হাই স্কুল, কলকাতা), কমল দাস (ত্রিবেণী থার্মাল ডঃ বিসি রায় বিদ্যালয়, হুগলি) প্রাপ্ত নম্বর ৪৯১
• পঞ্চম স্থানে চৌদ্দ জন – অভিজিৎ সাহু (বৈতা মহেন্দ্রনাথ হাই স্কুল, পশ্চিম মেদিনীপুর), রত্নদীপ সেন (বন আশুরিয়া হাই স্কুল, বাঁকুড়া) সৌরভ কাবারী, তীর্থরাজ রায়, শীর্ষেন্দু ঘোষ, পুষ্পেন্দু খান, সূর্যতপ বসু, সাগর সরকার, সত্যম কর, প্রত্যয় দে, বীরেশ্বর ঘোষ, সহিতাগ্নি চক্রবর্তী, অনিবার্ণ খাঁড়া, অর্ক দাস, প্রাপ্ত নম্বর ৪৯১
• ষষ্ঠ স্থানে ষোল জন – পল্লব ঘোষ, কিরণ মণ্ডল, মোজাম্মেল হক, স্বর্ণজিৎ পোদ্দার, অর্পণ দাস, তিতলি মুখোপাধ্যায়, সপ্তর্ষি রায়, সৌম্য সামন্ত, ধ্রুব মিত্র, স্নিগ্ধা বর্ধন, অত্রি বিশ্বাস, শঙ্খদীপ বেরা, অর্ধেন্দু মৌলি ঘোষ, স্বর্ণেন্দু পাল, ময়ুখমালি দাস, সায়ন বন্দ্যোপাধ্যায় প্রাপ্ত নম্বর ৪৯০
• সপ্তম স্থানে চৌদ্দ জন – সুনয়ন সরকার, শফিদা খাতুন, সৈতক বেরা, স্বপ্নময় গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল রায়, সায়ন্তন মুখোপাধ্যায়, রাজীব হাজরা, শুভ্রশঙ্কর দত্ত, অয়ন মজুমদার, রূপম দে, মৈনাক মান্না, শ্রীজিতা দাস, দেবরূপ সিংহ, সৌতম ভট্টাচার্য প্রাপ্ত নম্বর ৪৮৯
• অষ্টম স্থানে পঁচিশ জন – সৌম্যদীপ পারিয়া, গৌরব সিংহ, হৃষিত ঘোষ, কুন্তল দাস, নবেন্দু ঘটক, রাতুল সামন্ত, নীলমণি সাহা, শ্রীজিতা ঘোষ, শুভদীপ নন্দী, নৌরিন খাতুন, দেবজ্যোতি পাল, শুভম মাইতি, স্বপ্ননীল সেন, দেবপ্রিয় শীল, মধুরিমা দত্ত, অয়ন চক্রবর্তী, আদিত্য বসু, কাজি ফৈয়াজ আহমেদ, সায়ন্তন সাহা, অভিজিত্ গুপ্ত, মৌলিন্দু কুণ্ডু, ঋদ্ধিমান বিশ্বাস, সাইনি আলম, সৌমিক সরকার, শ্রেয়া দাস প্রাপ্ত নম্বর ৪৮৮
• নবম স্থানে তেইশ জন – ঈশিতা চট্টোপাধ্যায়, ঈশিতা পণ্ডা, দিশিকা মান্না, সায়ন পান, ঋতপ্রিয় প্রধান, সোমা সাহা, কৌস্তব চক্রবর্তী, প্রিয়া মুরলী, সূর্যতপ সাঁতরা, মৈনাক জানা, অস্মিতা চট্টোপাধ্যায়, প্রীতিলতা রাজবংশী, সৌম্যদীপ খান, সুমন মাহাতো, সোমলগ্না চট্টোপাধ্যায়, হৈমন্তিকা কর্মকার, অনিকেত ঘোষ, দেবমিত্রা দাস, মানসপ্রতিম বিশ্বাস, নিলয় চক্রবর্তী, তৃষিতা হাসান, লক্ষ্মীপ্রিয়া পতি, আয়ুষ পণ্ডিত প্রাপ্ত নম্বর ৪৮৭
• দশম স্থানে ছাব্বিশ জন – শ্রেয়া সরকার, ধ্রুব নন্দী, অর্পণ বন্দ্যোপাধ্যায়, দীপপ্রকাশ বসু, সুনন্দা মণ্ডল, কমল সাউ, সাগর চন্দ, আরজু সুলতানা, ঋতজিৎ সেন, প্রণবপ্রীতা মণ্ডল, অনুপম পাল, সুশোভন দাস, রম্যজিৎ সরকার, অগ্নিভ দাস, অনন্যা সিংহ, সুযশ পাল, কোমল সিংহ, অয়নীল নন্দী, অরবিন্দ পাঁজা, দীপ্তেশ পাল, প্রিয়া দে, মাফুজা খান, অদ্রিদেব মণ্ডল, শৃন্বন্তী সাহা, অর্পিতা মৃধা, দেবজ্যোতি মাঝি প্রাপ্ত নম্বর ৪৮৬
• সাত লক্ষ ৭৭, ২৬৬ জন পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে ৬ লক্ষ ৬০ হাজার ৩২৯ জন সফল হয়েছে।
• কলকাতায় পাশের হার ৯১.৪১ শতাংশ
• পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৪.১৯ শতাংশ
• পশ্চিম মেদিনীপুরে পাশের হার ৯০. ৯৪ শতাংশ
• পাশের হারে পূর্ব মেদিনীপুর প্রথম, কলকাতা দ্বিতীয়
• প্রথম ১০ জনে রয়েছেল ১৩৭ জন।
• ৯০ শতাংশের বেশি পেয়েছেন ৭ হাজার ৮১৮ জন
• মেয়েদের পাশের হার ৮৫.৩
• মোট পাশের হার ৮৬.২৯ শতাংশ
পরীক্ষার ফলাফল জানতে চোখ রাখুন সংসদের নিজস্ব সাইট wbchse.nic.in, wbresults.nic.in -এ। এ ছাড়াও www.examresults.net ওয়েবসাইটেও জানা যাবে ফল। এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএসে ফল জানতে টাইপ করুন <রোল নম্বর> পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে। এ বার থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অ্যাপেও জানা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল।