সাউথ এশিয়ান ইন্সটিটিউট ফর এডভান্সড রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আয়োজিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্তরের সেমিনারে আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ও রবীন্দ্র গবেষক মাননীয় ড. বিবেকানন্দ চক্রবর্তী। ১৯ অক্টোবর এই সেমিনারের উদ্বোধন করেন সেন্টার ফর সোশিও কালচারাল স্টাডিজ এন্ড রিসার্চের ডাইরেক্টর অধ্যাপিকা ড.মনিশা দেব সরকার।
আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আই সি এস এস আর এর সদস্য এবং ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের আধিকারিক অধ্যাপক ড. দীনবন্ধু পান্ডে, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পোগ্রাম অফিসার ড.মিহির কুমার সাহু,জাতীয় শিক্ষক, রবীন্দ্র গবেষক ও পিশ এম্বাসেডর ড.বিবেকানন্দ চক্রবর্তী সহ বহু বিশিষ্ট শিক্ষাবিদ।

স্বাগত বক্তব্য রাখেন সাইয়ারড এর চেয়ারম্যান শ্রী বিশ্বজিৎ রায় চৌধুরি, এদিন অনুষ্ঠান মঞ্চে সাইয়ারড,সম্মানিক ফেলোশিপ প্রদান করে ডঃবিবেকানন্দ চক্রবর্তী কে। এছাড়াও ডঃবিবেকানন্দ চক্রবর্তী লিখিত গ্রন্থ মহাত্মা ; এ সিম্বল অফ পিস প্রসপেরিটি এন্ড হিউম্যানিটি, এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন উপস্থিত অতিথিবৃন্দ। এই সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উপস্থিত ছিলেন গবেষকবৃন্দ, এবং তাঁরা তাদের গবেষণা পত্র উপস্থাপিত করেন। মেদিনীপুর কলেজের (স্বশাসিত) স্নাতকোত্তর বিভাগের ইতিহাসের ছাত্র জালাল মল্লিক এই সেমিনারে অংশগ্রহণ করেন।