শুধু ডিসেম্বর মাসেই ৩১১! নিজের বিশ্বরেকর্ড নিজেই ভাঙলেন জনপ্রিয় কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহ

0
1127
কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহ
কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহ
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:24 Minute, 52 Second

শুধু ডিসেম্বর মাসেই ৩১১! নিজের বিশ্বরেকর্ড নিজেই ভাঙলেন জনপ্রিয় কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহ

তানিয়া চট্টোপাধ্যায়

গত অক্টোবর মাসে সর্বাধিক লেখা প্রকাশের জন্য বিশ্বরেকর্ডের অধিকারী হয়েছিলেন একাধারে কবি, ছড়াকার, নাট্যকার, গল্পকার, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, তথা জনপ্রিয় কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহ। যিনি দুশো পঁতাল্লিশটি বইয়ের লেখক, ইতিমধ্যে পাঁচশোর ওপর বাণিজ্য সফল সংকলনের সম্পাদক, যৌথ ভাবে সম্পাদনা করেছেন লীলা মজুমদার, রমাপদ চৌধুরী, নীরেন্দ্রনাথ চক্রবতী, শংকর, মহাশ্বেতা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য, নবনীতা দেবসেন, রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মতো যশষীদের সঙ্গে। যিনি বাংলা সাহিত্যে ‘রতিছন্দ’ নামে এক নতুন ছন্দের প্রবর্তন করেছেন এবং এই জানুয়ারিতেই ‘সাহিত্য সম্রাট’ সম্মানে ভূষিত হতে চলেছেন, সেই সিদ্ধার্থ সিংহের এই ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত গত ৩১ দিনে মোট ৩১১টি লেখা প্রকাশিত হয়েছে। ২৫১টি পত্রপত্রিকায়। কোথাও উপন্যাস, কোথাও নাটক তো কোথাও একডজন কবিতা। বাদ যায়নি শিশুতোষ গল্পও। আর সেটা হওয়ার সঙ্গে সঙ্গেই নস্যাৎ হয়ে গেল তাঁর গত অক্টোবর মাসে গড়া, এক মাসে ১৬৮টি লেখা প্রকাশের বিশ্বরেকর্ড।
আর নিজের রেকর্ড এত কম সময়ের ব্যবধানে ভেঙেছেন বলেই, যাঁরা এ মাসে তাঁর কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, উপন্যাস ছেপেছেন, তিনি তাঁদের কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর ফেসবুক ওয়ালে, পেজে এবং তাঁর ব্লগে। কৃতজ্ঞতা জানিয়েছেন, শুকতারা, সন্দেশ, গণশক্তি, আজকাল, মাসিক কৃত্তিবাস, গৃহশোভা, বেহালা বড়িষা সংবাদ, বিবেক ভাষা,  মানভূম সংবাদ, বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা ‘খোলা কাগজ’-সহ বিভিন্ন পত্র-পত্রিকাকে। কৃতজ্ঞতা জানিয়েছেন, যাঁদের ৪০ লক্ষ পাঠক, সেই স্টোরি মিরর, বাংলা প্রতিলিপি ডট কম, খাসখবর, সেন্টুর নেটওয়ার্ক, সৃজন সাহিত্য— প্রয়াস, বাংলা সাহিত্য, কালিমাটি, সাহিত্যকাল, টেক টাচ টক, দৈনিক বজ্রকন্ঠ, মল্ল সাহিত্য ই-পত্রিকা, স্টোরি এন্ড আর্টিকেল, এক ফালি চাঁদ, আনন্দকানন, জলাভূমি, নিকোটিন, পরবাস, এবং সইকথা, আলাপী মন, খাসখবর-এর মতো ওয়েব ম্যাগাজিনগুলোকেও। যাঁরা এই ডিসেম্বর মাসে তাঁর লেখা ছেপে তাঁকে অকল্পনীয় এই বিশ্বরেকর্ড গড়তে সাহায্য করেছেন। গোটা ডিসেম্বর মাস জুড়ে কোন কোন পত্র-পত্রিকা এবং ওয়েবজিনে তাঁর কী লেখা ছাপা হয়েছে, প্রতি মাসের মতো এই ডিসেম্বর মাসের শেষ দিনে তিনি তার তালিকা প্রকাশ করেছেন। 
আমরা তাঁর ওয়ার থেকে সেই তালিকাটিও এখানে তুলে দিলাম—

লেখা প্রকাশের মাসিক তালিকা

এই ডিসেম্বর মাসে ৩১১! মানে, ১ ডিসেম্বর, রবিবার থেকে আজ ৩১ ডিসেম্বর, মঙ্গলবার পর্যন্ত গত ৩১ দিনে ২৫১টি প্রিন্ট এবং ওয়েব ম্যাগাজিনে কবিতা, গল্প, ছড়া, লিমেরিক, নাটক, উপন্যাস, প্রবন্ধ, প্রচ্ছদ কাহিনি, মুক্তগদ্য এবং শিশুতোষ গল্প মিলিয়ে আপাতত প্রকাশিত হয়েছে আমার যে তিনশো এগারোটি লেখা— সেগুলোর কোনটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, প্রতি মাসের শেষ দিনের মতো আজও প্রকাশ করা হল— ‘আমার লেখা প্রকাশের মাসিক তালিকা’। এই লেখাগুলো অধিকাংশই আমার ফেসবুক থেকে শেয়ার করা হয়েছে। কেউ পড়তে চাইলে আমার টাইম লাইনে এসে পড়তে পারেন। তবে হ্যাঁ, আরেকটা কথা। যেগুলো এখন পর্যন্ত জানতে পেরেছি, শুধুমাত্র সেগুলোই নীচে দেওয়া হল–

(১) মাসিক কৃত্তিবাস : দীর্ঘ গদ্য।

(২) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (১ ডিসেম্বর)

(৩) টেক টাচ টক : দৈনিক ধারাবাহিক উপন্যাস (৯ম পর্ব)।

(৪) কালিমাটি অনলাইন (৭৩ সংখ্যা) : ৪টি কবিতা।

(৫) সাহিত্য-কাল ওয়েবজিন : হাফ ডজন কবিতা।

(৬) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (২ ডিসেম্বর)।

(৭) টেক টাচ টক : দৈনিক ধারাবাহিক উপন্যাস (১০ম পর্ব)।

(৮) স্টোরি মিরর : কবিতা।

(৯) স্টোরি মিরর : গল্প।

(১০) স্টোরি মিরর : কবিতা।

(১১) স্টোরি মিরর : কবিতা।

(১২) স্টোরি মিরর : গল্প।

(১৩) স্টোরি মিরর : কবিতা।

(১৪) স্টোরি মিরর : কবিতা।

(১৫) স্টোরি মিরর : গল্প।

(১৬) স্টোরি মিরর : কবিতা।

(১৭) স্টোরি মিরর : কবিতা।

(১৮) স্টোরি মিরর : গল্প।

(১৯) স্টোরি মিরর : কবিতা।

(২০) স্টোরি মিরর : কবিতা।

(২১) স্টোরি মিরর : কবিতা।

(২২) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (৩ ডিসেম্বর)

(২৩) টেক টাচ টক : দৈনিক ধারাবাহিক উপন্যাস (একাদশ পর্ব)।

(২৪) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(২৫) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(২৬) বাংলা প্রতিলিপি ডট কম : গল্প।

(২৭) বাংলা প্রতিলিপি ডট কম :কবিতা।

(২৮) বাংলা সাহিত্য : কবিতা।

(২৯) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (৪ ডিসেম্বর)।

(৩০) টেক টাচ টক : দৈনিক ধারাবাহিক উপন্যাস (দ্বাদশ পর্ব)।

(৩১) খাস খবর (ধারাবাহিক রহস্য উপন্যাস) ; চোরা সুড়ঙ্গ (প্রকাশিত হয় প্রতি বুধবার)।

(৩২) তুমি তিলোত্তমা : গল্প।

(৩৩) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(৩৪) বাংলা প্রতিলিপি ডট কম : গল্প।

(৩৫) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(৩৬) বাংলা প্রতিলিপি ডট কম : গল্প।

(৩৭) মল্ল সাহিত্য ই-পত্রিকা (২৬৫ সংখ্যা) : কবিতা।

(৩৮) স্টোরি অ্যান্ড আর্টিকেল : অসম্ভব জনপ্রিয় এই ফেসবুক পেজে আজ থেকে শুরু হল আমার একটি ধারাবাহিক রহস্য উপন্যাস। বেরোবে প্রতি বুধবার আর শনিবার।

(৩৯) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (৫ ডিসেম্বর)।

(৪০) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (৬ ডিসেম্বর)।

(৪১) স্টোরি মিরর : আত্মজীবনীমূলক মুক্তগদ্য।

(৪২) বাংলাসাহিত্য : কবিতা।

(৪৩) স্টোরি মিরর : গদ্য।

(৪৪) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (৭ ডিসেম্বর)

(৪৫) স্টোরি অ্যান্ড আর্টিকেল : ধারাবাহিক রহস্য উপন্যাস। প্রকাশিত হয় সপ্তাহে দু’দিন। প্রতি বুধবার এবং শনিবার।

(৪৬) খোলা কাগজ (বাংলাদেশ থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক পত্রিকা) ইচ্ছেডানা : ছোটদের গল্প।

(৪৭) আলাপী মন : কবিতা।

(৪৮) বাংলা সাহিত্য : কবিতা।

(৪৯) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(৫০) বাংলা প্রতিলিপি ডট কম : গল্প।

(৫১) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(৫২) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(৫৩) বাংলা প্রতিলিপি ডট কম : গল্প।

(৫৪) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(৫৫) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(৫৬) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (৮ ডিসেম্বর)

(৫৭) পাড়ি (শরৎ-হেমন্ত সংখ্যা) : কবিতা।

(৫৮) বেহালা বাড়িশা সংবাদ (ধারাবাহিক রহস্য উপন্যাস) : তৃতীয় চোখ।

(৫৯) নিকোটিন (ওয়েব ম্যাগাজিন) ধারাবাহিক রহস্য উপন্যাস : দশচক্র।

(৬০) বিবেক ভাষা : গল্প।

(৬১) আজকাল (রবিবাসর) : গল্প।

(৬২) চিন্তাসূত্র : গল্প।

(৬৩) শশীকর : গল্প।

(৬৪) গীর্বান : কবিতা।

(৬৫) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (৯ ডিসেম্বর)

(৬৬) বাংলা সাহিত্য : দীর্ঘ প্রবন্ধ।

(৬৭) এক ফালি চাঁদ : গল্প।

(৬৮) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(৬৯) স্টোরি মিরর : কবিতা।

(৭০) বাংলা প্রতিলিপি ডট কম : গল্প।

(৭১) স্টোরি মিরর : কবিতা।

(৭২) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(৭৩) স্টোরি মিরর : কবিতা।

(৭৪) বাংলা প্রতিলিপি ডট কম : অণুগল্প।

(৭৫) স্টোরি মিরর : কবিতা।

(৭৬) বাংলা প্রতিলিপি ডট কম :কবিতা।

(৭৭) স্টোরি মিরর : কবিতা।

(৭৮) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (১০ ডিসেম্বর)

(৭৯) আনন্দকানন : গল্প।

(৮০) বাংলা প্রতিলিপি ডট কম : গল্প।

(৮১) গৃহশোভা : কবিতা।

(৮২) জলভূমি : প্রবন্ধ।

(৮৩) বাংলা সাহিত্য : কবিতা।

(৮৪) মানভূম সংবাদ : দুটি কবিতা।

(৮৫) স্টোরি অ্যান্ড আর্টিকেল : ধারাবাহিক রহস্য উপন্যাস। প্রকাশিত হয় সপ্তাহে দু’দিন। প্রতি বুধবার এবং শনিবার।

(৮৬) খাস খবর (ধারাবাহিক রহস্য উপন্যাস) ; চোরা সুড়ঙ্গ (প্রকাশিত হয় প্রতি বুধবার)।

(৮৭) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (১১ ডিসেম্বর)

(৮৮) টেক টাচ টক : একান্তই ব্যক্তিগত গদ্য।

(৮৯) এখন তমোহা : গল্প।

(৯০) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(৯১) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(৯২) বাংলা প্রতিলিপি ডট কম : গল্প।

(৯৩) বাংলা প্রতিলিপি ডট কম :কবিতা।

(৯৪) বাংলা সাহিত্য : কবিতা।

(৯৫) এক ফালি চাঁদ : গল্প।

(৯৬) মল্ল সাহিত্য ই-পত্রিকা (২৭১ সংখ্যা) : কবিতা।

(৯৭) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (১২ ডিসেম্বর)।

(৯৮) বাংলা সাহিত্য : কবিতা।

(৯৯) স্টোরি মিরর : কবিতা।

(১০০) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(১০১) স্টোরি মিরর : কবিতা।

(১০২) পরবাস (সংখ্যা : ৭৬) : ৪টি কবিতা।

(১০৩) মানভূম সংবাদ : কবিতা।

(১০৪) এক ফালি চাঁদ : কবিতা।

(১০৫) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (১৩ ডিসেম্বর)।

(১০৬) আলাপী মন : সিদ্ধার্থ সিংহের এক ডজন কবিতা।

(১০৭) এক ফালি চাঁদ : কবিতা।

(১০৮) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (১৪ ডিসেম্বর)।

(১০৯) এক ফালি চাঁদ : প্রেমের কবিতা।

(১১০) সাহিত্য বার্তা : গল্প।

(১১১) স্টোরি মিরর : কবিতা।

(১১২) বাংলা প্রতিলিপি ডট কম : প্রবন্ধ।

(১১৩) স্টোরি অ্যান্ড আর্টিকেল : অসম্ভব জনপ্রিয় এই ফেসবুক পেজে আজ থেকে শুরু হল আমার একটি ধারাবাহিক রহস্য উপন্যাস। বেরোবে প্রতি বুধবার আর শনিবার।

(১১৪) মৈত্রী : গল্প।

(১১৫) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(১১৬) বাংলা প্রতিলিপি ডট কম : প্রবন্ধ।

(১১৭) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(১১৮) বাংলা প্রতিলিপি ডট কম : গল্প।

(১১৯) বাংলা সাহিত্য : কবিতা।

(১২০) বাংলা প্রতিলিপি ডট কম : নাটক।

(১২১) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(১২২) বাংলা প্রতিলিপি ডট কম : গল্প।

(১২৩) বাংলা প্রতিলিপি ডট কম :কবিতা।

(১২৪) বাংলা প্রতিলিপি ডট কম : অণুগল্প।

(১২৫) স্টোরি মিরর : কবিতা।

(১২৬) স্টোরি মিরর : গল্প।

(১২৭) স্টোরি মিরর : কবিতা।

(১২৮) স্টোরি মিরর : দীর্ঘ কবিতা।

(১২৯) স্টোরি মিরর : গল্প।

(১৩০) দৃষ্টান্ত : ব্যক্তিগত গদ্য।

(১৩১) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (১৫ ডিসেম্বর)।

(১৩২) বেহালা বাড়িশা সংবাদ (ধারাবাহিক রহস্য উপন্যাস) : তৃতীয় চোখ।

(১৩৩) নিকোটিন (ওয়েব ম্যাগাজিন) ধারাবাহিক রহস্য উপন্যাস : দশচক্র।

(১৩৪) খাস খবর : সিদ্ধার্থ সিংহের ২টি কবিতা।

(১৩৫) এক ফালি চাঁদ : বড় গল্প।

(১৩৬) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (১৬ ডিসেম্বর)

(১৩৭) এক ফালি চাঁদ (ওয়েবজিন) : আজ থেকে শুরু হল আমার ধারাবাহিক মজাদার রহস্য উপন্যাস। বেরোবে প্রতিদিন সকালে। ননস্টপ। আজ প্রথম পর্ব।

(১৩৮) আমাদের কফি হাউস : তিনটি অণুগল্প।

(১৩৯) বাংলা সাহিত্য : কবিতা।

(১৪০) স্টোরি মিরর : বড় গদ্য।

(১৪১) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(১৪২) স্টোরি মিরর : কবিতা।

(১৪৩) এবং সইকথা : গল্প।

(১৪৪) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(১৪৫) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (১৭ ডিসেম্বর)।

(১৪৬) স্টোরি অ্যান্ড আর্টিকেল : ধারাবাহিক রহস্য উপন্যাস। প্রকাশিত হয় সপ্তাহে দু’দিন। প্রতি বুধবার এবং শনিবার।

(১৪৭) এক ফালি চাঁদ (ওয়েবজিন) : আমার দৈনিক ধারাবাহিক মজাদার রহস্য উপন্যাসের দ্বিতীয় পর্ব। বেরোবে প্রতিদিন সকালে। ননস্টপ।

(১৪৮) জলভূমি (বিজয় দিবস সংখ্যা ২০১৯) : গল্প।

(১৪৯) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(১৫০) স্টোরি মিরর : দীর্ঘ কবিতা।

(১৫১) বাংলা প্রতিলিপি ডট কম : গল্প।

(১৫২) স্টোরি মিরর : কবিতা।

(১৫৩) বাংলা প্রতিলিপি ডট কম : দীর্ঘ কবিতা।

(১৫৪) বাংলা সাহিত্য : কবিতা।

(১৫৫) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (১৮ ডিসেম্বর)।

(১৫৬) এক ফালি চাঁদ (ওয়েবজিন) : আমার দৈনিক ধারাবাহিক মজাদার রহস্য উপন্যাসের তৃতীয় পর্ব। বেরোবে প্রতিদিন সকালে। ননস্টপ।

(১৫৭) খাস খবর (ধারাবাহিক রহস্য উপন্যাস) : চোরা সুড়ঙ্গ (প্রকাশিত হয় প্রতি বুধবার)।

(১৫৮) আলাপী মন : কবিতা।

(১৫৯) মল্ল সাহিত্য ই-পত্রিকা (২৭৭ সংখ্যা) : কবিতা।

(১৬০) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(১৬১) স্টোরি মিরর : দীর্ঘ কবিতা।

(১৬২) বাংলা প্রতিলিপি ডট কম : গল্প।

(১৬৩) স্টোরি মিরর : কবিতা।

(১৬৪) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(১৬৫) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (১৯ ডিসেম্বর)

(১৬৬) এক ফালি চাঁদ (ওয়েবজিন) : আমার দৈনিক ধারাবাহিক মজাদার রহস্য উপন্যাসের চতুর্থ পর্ব। বেরোবে প্রতিদিন সকালে। ননস্টপ।

(১৬৭) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(১৬৮) বাংলা সাহিত্য : কবিতা।

(১৬৯) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(১৭০) বাংলা প্রতিলিপি ডট কম : ব্যক্তিগত গদ্য।

(১৭১) স্টোরি মিরর : কবিতা।

(১৭২) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(১৭৩) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (২০ ডিসেম্বর)

(১৭৪) এক ফালি চাঁদ (ওয়েবজিন) : আমার দৈনিক ধারাবাহিক মজাদার রহস্য উপন্যাসের পঞ্চম পর্ব। বেরোবে প্রতিদিন সকালে। ননস্টপ।

(১৭৫) শুকতারা (ডিসেম্বর সংখ্যা) : গল্প।

(১৭৬) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (২১ ডিসেম্বর)

(১৭৭) স্টোরি অ্যান্ড আর্টিকেল : ধারাবাহিক রহস্য উপন্যাস। প্রকাশিত হয় সপ্তাহে দু’দিন। প্রতি বুধবার এবং শনিবার।

(১৭৮) এক ফালি চাঁদ (ওয়েবজিন) : আমার দৈনিক ধারাবাহিক মজাদার রহস্য উপন্যাসের ষষ্ঠ পর্ব। বেরোবে প্রতিদিন সকালে। ননস্টপ।

(১৭৯) স্টোরি মিরর : অণুগল্প।

(১৮০) সেন্টুর নেটওয়ার্ক : কবিতা।

(১৮১) স্টোরি মিরর : কবিতা।

(১৮২) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(১৮৩) স্টোরি মিরর : কবিতা।

(১৮৪) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(১৮৫) বেহালা বাড়িশা সংবাদ (ধারাবাহিক রহস্য উপন্যাস) : তৃতীয় চোখ।

(১৮৬) নিকোটিন (ওয়েব ম্যাগাজিন) ধারাবাহিক রহস্য উপন্যাস : দশচক্র।

(১৮৭) স্টোরি মিরর : কবিতা।

(১৮৮) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (২২ ডিসেম্বর)

(১৮৯) এক ফালি চাঁদ (ওয়েবজিন) : আমার দৈনিক ধারাবাহিক মজাদার রহস্য উপন্যাসের সপ্তম পর্ব। বেরোবে প্রতিদিন সকালে। ননস্টপ।

(১৯০) পঁচিশ উপকথা (দিলীপকুমার মিস্ত্রী ও দীপক কর সম্পাদিত গল্প সংকলন) : গল্প।

(১৯১) বাংলা সাহিত্য : কবিতা।

(১৯২) সন্দেশ  : গল্প।

(১৯৩) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(১৯৪) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (২৩ ডিসেম্বর)।

(১৯৫) এক ফালি চাঁদ (ওয়েবজিন) : দৈনিক ধারাবাহিক মজাদার রহস্য উপন্যাসের অষ্টম পর্ব।

(১৯৬) দৈনিক বজ্রকণ্ঠ : কবিতা।

(১৯৭) স্টোরি মিরর : বড় গদ্য।

(১৯৮) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(১৯৯) নবীন আলো (দশম বর্ষ পূর্তি বিশেষ সংখ্যা) : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দীর্ঘ গদ্য।

(২০০) মানভূম সংবাদ : তিনটে কবিতা।

(২০১) এক ফালি চাঁদ (ওয়েবজিন) : কবিতা।

(২০২) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (২৪ ডিসেম্বর)।

(২০৩) স্টোরি অ্যান্ড আর্টিকেল : ধারাবাহিক রহস্য উপন্যাস। প্রকাশিত হয় সপ্তাহে দু’দিন। প্রতি বুধবার এবং শনিবার।

(২০৪) এক ফালি চাঁদ (ওয়েবজিন) : দৈনিক ধারাবাহিক মজাদার রহস্য উপন্যাসের নবম পর্ব।

(২০৫) স্টোরি মিরর : কবিতা।

(২০৬) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(২০৭) বাংলা সাহিত্য এয়েবজিন : এক ডজন কবিতা।

(২০৮) নীড়বাসনা (দ্বাদশ সংখ্যা) : গল্প এবং কবিতা।

(২০৯) কাব্যশীলন ওয়েবজিন : কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিতীতে আমার স্মরণ।

(২১০) এক ফালি চাঁদ (ওয়েবজিন) : হাফ ডজন কবিতা।

(২১১) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (২৫ ডিসেম্বর)।

(২১২) খাস খবর (ধারাবাহিক রহস্য উপন্যাস) : চোরা সুড়ঙ্গ (প্রকাশিত হয় প্রতি বুধবার)।

(২১৩) এক ফালি চাঁদ (ওয়েবজিন) : দৈনিক ধারাবাহিক মজাদার রহস্য উপন্যাসের দশম পর্ব।

(২১৪) টেক টাচ টক : নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে স্মৃতিচারণা।

(২১৫) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(২১৬) বাংলা সাহিত্য : (প্রবন্ধ) সাহিত্যে শীত।

(২১৭) সাধনা (বাৎসরিক সংখ্যা) : রূপকথার গল্প।

(২১৮) স্টোরি মিরর : কবিতা।

(২১৯) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (২৬ ডিসেম্বর)।

(২২০) এক ফালি চাঁদ (ওয়েবজিন) : দৈনিক ধারাবাহিক মজাদার রহস্য উপন্যাসের একাদশ পর্ব।

(২২১) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(২২২) খাসখবর : সান্তাক্লসকে নিয়ে দীর্ঘ গদ্য।

(২২৩) এক ফালি চাঁদ : কবিতা।

(২২৪) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (২৭ ডিসেম্বর)।

(২২৫) এক ফালি চাঁদ (ওয়েবজিন) : দৈনিক ধারাবাহিক মজাদার রহস্য উপন্যাসের দ্বাদশ পর্ব।

(২২৬) বাংলা প্রতিলিপি ডটকম : কবিতা।

(২২৭) বাংলা সাহিত্য : হাফ ডজন লিমেরিক।

(২২৮) স্টোরি অ্যান্ড আর্টিকেল : ধারাবাহিক রহস্য উপন্যাস। প্রকাশিত হয় সপ্তাহে দু’দিন। প্রতি বুধবার এবং শনিবার।

(২২৯) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (২৮ ডিসেম্বর)।

(২৩০) এক ফালি চাঁদ (ওয়েবজিন) : দৈনিক ধারাবাহিক মজাদার রহস্য উপন্যাসের ত্রয়োদশ পর্ব।

(২৩১) গণশক্তি (নতুন পাতা) : গল্প।

(২৩২) স্টোরি মিরর : কবিতা।

(২৩৩) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা

(২৩৪) এবং সইকথা : গল্প।

(২৩৫) এক ফালি চাঁদ : হাফ ডজন ছড়া।

(২৩৬) খোলা কাগজ (ছোটদের পাতা : ইচ্ছেডানা) : গল্প।

(২৩৭) টেক টাচ টক : প্রবন্ধ।

(২৩৮) বাংলা সাহিত্য : নাটক।

(২৩৯) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (২৯ ডিসেম্বর)।

(২৪০) এক ফালি চাঁদ (ওয়েবজিন) : দৈনিক ধারাবাহিক মজাদার রহস্য উপন্যাসের চতুর্দশ পর্ব।

(২৪১) বেহালা বাড়িশা সংবাদ (ধারাবাহিক রহস্য উপন্যাস) : তৃতীয় চোখ।

(২৪২) নিকোটিন (ওয়েব ম্যাগাজিন) ধারাবাহিক রহস্য উপন্যাস : দশচক্র।

(২৪৩) খাসখবর : হাফ ডজন অণুকবিতা।

(২৪৪) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(২৪৫) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (৩০ ডিসেম্বর)।

(২৪৬) এক ফালি চাঁদ (ওয়েবজিন) : দৈনিক ধারাবাহিক মজাদার রহস্য উপন্যাসের পঞ্চদশ পর্ব।

(২৪৭) স্টোরি অ্যান্ড আর্টিকেল : ধারাবাহিক রহস্য উপন্যাস। প্রকাশিত হয় সপ্তাহে দু’দিন। প্রতি বুধবার এবং শনিবার।

(২৪৮) প্রয়াস সৃজন সাহিত্য পত্রিকা : কবিতা (৩১ ডিসেম্বর)।

(২৪৯) এক ফালি চাঁদ (ওয়েবজিন) : দৈনিক ধারাবাহিক মজাদার রহস্য উপন্যাসের ষষ্ঠদশ পর্ব।

(২৫০) বাংলা প্রতিলিপি ডট কম : কবিতা।

(২৫১) স্টোরি মিরর : গল্প।

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here