Toilets for ‘third gender’ in Bengal’s colleges
Soon, colleges across West Bengal will have separate toilets for transgender students.
As a step towards adddressing the concerns of the transgender community and helping them earn social acceptance, the coordination committee for West Bengal Transgender Development Board, formed by the Mamata Banerjee Government, had recommended setting up separate toilets or modifying existing ones for transgender students at all State-run and State-aided colleges.
Following the recommendation, the State Higher Education Department, in a letter dated June 30, directed all college principals to build separate toilets for the ‘third gender.’
বাংলার কলেজে রূপান্তরকামীদের জন্য আলাদা শৌচালয়ের ভাবনা রাজ্য সরকারের
খুব শীঘ্রই বাংলার সমস্ত স্কুল, কলেজ গুলিতে রূপান্তরকামীদের জন্য আলাদা শৌচালয়ের ব্যবস্থা করা হবে।
রূপান্তরকামীদের সবরকম সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটি ট্রান্সজেন্ডার উন্নয়ন বোর্ড গঠন করেছে। বর্তমানে রাজ্যের সব কলেজে তৃতীয় লিঙ্গ শিক্ষার্থীদের জন্য আলাদা শৌচাগার স্থাপনের সুপারিশ করা হয়েছে।
সুপারিশ অনুযায়ী, রাজ্য উচ্চশিক্ষা দপ্তর একটি চিঠির মাধ্যমে আগামী ৩০ জুনের মধ্যে সব কলেজের প্রিন্সিপালদের রূপান্তরকামীদের জন্য নির্মিত পৃথক টয়লেট নির্মাণের নির্দেশ দেন।