Floods in Bengal ‘man-made’ due to release of water by DVC: WB CM

0
1869
Flood - Disaster Management
Flood - Disaster Management
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:3 Minute, 10 Second

Floods in Bengal ‘man-made’ due to release of water by DVC: WB CM

Floods in Bengal ‘man-made’ due to release of water by DVC: WB CM

West Bengal Chief Minister today accused the Damodar Valley Corporation (DVC) of releasing water as per its own wishes, thus causing ‘man-made’ floods in parts of Bengal. She said, DVC should not release water without consulting the State or else the government would have to look for legal recourse.

WB CM was addressing the press after an administrative review meeting for the districts in north Bengal. West Bengal is the only State to regularly conduct administrative review meetings at block level, she said. Review meetings for only four districts are pending, of which the one in Hooghly will be held in September.

The Chief Minister inaugurated several projects today and took stock of the progress of various schemes and programmes. She announced that a court of the Labour Department in Siliguri and Malda. She added that beginning 29 August, 2016, a week-long cleanliness drive will be undertaken in every block.

Accusing the Centre of discriminating against States on financial matters, the Chief Minister said that her government had created a special fund of Rs 100 Crore for the welfare of tea garden workers and set up a separate directorate for tea gardens in north Bengal. She also registered her protest against the attempts to shift Tea Board HQ outside Bengal.

 

ডিভিসি খুশিমতো জল ছাড়ছে বলে বাংলায় ম্যান-মেড বন্যাঃ মুখ্যমন্ত্রী 

নিজেদের খুশিমতো জল ছাড়া নিয়ে আজ দামোদর ভ্যালি কর্পোরেশনকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি খুশিমতো জল ছাড়ছে বলেই বাংলার বিভিন্ন অংশে ম্যান-মেড বন্যা হয়েছে। তিনি বলেন, রাজ্যের সঙ্গে কথা না বলে ডিভিসির জল ছাড়া উচিত নয়।

উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যারা নিয়মিত ব্লক স্তরে প্রশাসনিক বৈঠক করে। আর ৪টি জেলার প্রশাসনিক বৈঠক বাকি রয়েছে, সেপ্টেম্বর মাসে হুগলিতে প্রশাসনিক বৈঠক হবে।

আজ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি চলতি প্রকল্পগুলির অগ্রগতি নিয়েও খবর নেনে তিনি। শিলিগুড়ি ও মালদায় জন্য শ্রম দপ্তরের আলাদা কোর্ট গঠন করার কথা ঘোষণা করেন। তিনি আরও বলেন, ২৯ অগাস্ট থেকে এক সপ্তাহব্যাপী ‘ক্লিনলিনেস ড্রাইভ’ হবে ব্লকে ব্লকে।

রাজ্যের কাজে কেন্দ্র হস্তক্ষেপ করছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, “চা বাগানের শ্রমিকদের জন্য আমরা ১০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছি। চা বাগানগুলির জন্য উত্তরবঙ্গে আমরা আলাদা ডিরেক্টোরেট গঠন করেছি। টি বোর্ডের হেডকোয়ার্টার কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি”।

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD