Read Time:1 Minute, 57 Second
অস্কার বিজয়ী শর্ট ফিল্মের সাথে ‘রোডসাইড সাইনটিস্ট’
ঋদ্ধি ভট্টাচার্য,কলকাতা:- বাংলায় ভাল কন্টেন্ট নেই!!নেই ঠিক ঠাক ছবি বানানোর পরিকাঠামো!!ইত্যাদি বিষয়কে এক লহমায় উড়িয়ে দিল কুচবিহার-এর দিগন্ত দের স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র ‘রোডসাইড সাইনটিস্ট’।ইতিমধ্যেই পাঁচটি চলচ্চিত্র উৎসবে পুরস্কারের পাশাপাশি ঠাঁই হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব,সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসব,আর্টহাউস এশিয়া,পিক ইওর ফ্লিক এর মত একাধিক জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যার মধ্যে উল্লেখযোগ্য ব্রিটেনের কার্ডিফ,ইতালির স্যান্ডালিয়া ও সম্প্রতি কলম্বিয়ার এফ.ই.সি.আই.এস.কো।
কিন্তু সমস্ত বিষয়কে ছাপিয়ে গেলো আজকের ঘটনা।বিশ্বের সবচেয়ে বড় শর্ট ফিল্ম ডিস্ট্রিবিউটর ‘ Shorts TV international’ যারা মূলত Oscar Winning শর্ট ফিল্ম এর প্রচার স্বত্ব কেনে তারাই ৩ বছরের জন্য কিনে নিল টেলিভিশন সত্ব এবং একই সাথে জায়গা করে নিল তাদের ডাটাবেসে।ভারতের থেকে খুব কম সংখ্যক ছবিই তাদের লিস্টে রয়েছে কিন্তু স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র সম্ভবত এই প্রথমবার।
ছবিটি ইতিমধ্যেই সারা ফেলেছে গোটা দেশে,সুকমল বসাক নামে উত্তরবঙ্গের এক অখ্যাত জায়গার বিজ্ঞানীর জীবন তুলে ধরা হয়েছে এই ছবিটিতে।
Advertisements