নিজের আবাসনে সরস্বতী পূজার আনন্দে মেতে উঠলেন অভিনেতা সম্বরণ
মতিঝিলের বিপিন বিহারী এপার্টমেন্টে জমজমাট সরস্বতী পুজোতে চাঁদের হাট । আবাসিকদের সাথে যোগ দিলেন ব্যস্ত অভিনেতা সম্বরণ চক্রবর্তী যিনি নিজেও এই এপার্টমেন্টের অধিবাসী ।
বাংলার এই প্রজন্মের একজন উঠতি নায়ক সদ্য কাজ করলেন প্রবাদ প্রতিম অভিনেতা সৌমিত্র চ্যাটার্জীর সাথে তার নতুন বাংলা ছবির জন্য ।
কিন্তু দিনটা যে বাঙালির ভ্যালেনটাইন ডে আর নিজের আবাসনের অনুষ্ঠানে উপস্থিত হলেন সপরিবারে মিশে গেলেন সকলের সাথে। খোঁজ খবর নিলেন পূজার, সাংকৃতিক অনুষ্ঠানের আর অবশ্যই রান্নার ।
আবাসনের বাচ্চারা পরিবেশন করলেন একাধিক নৃত্য গীতি আর নাটকের মতো অনুষ্ঠান তিন থেকে পনেরো সকলে সাবলীল ভাবে পরিবেশন করলেন অনুষ্ঠান আর সকলের সাথে উপভোগ করলেন নায়ক সম্বরণ ।
জবা চক্রবর্তীর পরিচালনায় বাচ্চারা প্রত্যেকে সাবলীল পরিবেষণায় অনুষ্ঠান কে আরো মনোজ্ঞ করে তুললো সকলের জন্য ।
কলকাতা ভারতের কালচারাল ক্যাপিটাল থাকবে , কারণ জবা ও তাঁর খুদের দল বাংলার কোনায় কোনায় ছড়িয়ে আছে আর বাঙালি মরবে না এতো সহজে ।
Chief Editor & CEO of IBG NEWS (09/Aug/2018-Present), Secretary of All Indian Reporter's Association,West Bengal State Committee.
Earlier Vice President of IBG NEWS (01/Jan/ 2013-08/Aug/2018). She took over the charge from the Founder Editor of the Channel.