তৃণমূলে অশোভন তাই অবশেষে বিজেপিতে যোগ দিলেন শোভন চট্টোপাধ্যায়
দেয়ালের লেখন অনেকেই বহু আগে পড়েছিলেন বাকি ছিলো আনুষ্ঠানিক যোগদান । অবশেষে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র মুকুলের ছত্রছায়ায় প্রাক্তন মহানাগরিক কলকাতা পৌরসংস্থার ও বিধায়ক শোভন চট্টোপাধ্যায় ওরফে সকলের কানন দা ।
চাণক্য মুকুলের দাবার চালে দিল্লিতে অবস্থিত ভারতীয় জনতা পার্টি-র সদর দপ্তরে উপস্থিত হয়ে শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বিজেপি-তে যোগদান করেন।
বিজেপি-তে আনুষ্ঠানিকভাবে যোগদানের পরেই ভারতীয় জনতা পার্টি-র পশ্চিমবঙ্গ প্রদেশ শাখার অন্যতম শীর্ষ নেতা মুকুল রায় উত্তরীয় পরিয়ে শোভন চট্টোপাধ্যায়-কে দলে বরণ করে নেন।
ভারতীয় জনতা পার্টি-তে যোগদানের কারণ রূপে শোভনবাবু তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করেছেন। “ত্রিফলা “শরীরের পক্ষে ভালো, কিন্তু নিন্দুকেরা অন্য কথা বলেন । মমতা ক্রমশ একা হয়ে পড়ছেন পুরোনো দের ধরে রাখতে পারছেননা । মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর আর সিপাই বিদ্রোহের শেষের দিন গুলো তৃণমূলের অন্দরে কথা মনে করাচ্ছে ।
আজ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা, মহানাগরিক তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়-এর সাথে তাঁর বান্ধবী ডঃ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও ভারতীয় জনতা পার্টি-তে যোগদান করেছেন। দেবশ্রী দড়জায় এসেও ফিরে যাবেন কিনা ভাবছেন । অশনি সংকেত মমতা কি দেখতে পাচ্ছেন প্রশান্ত কিশোর নয় সংগঠন দেখুন , এ কিশোরের গান শেষে আনেওয়ালা পল্ জানে বলা হায় করে দেবে নাতো ?