দক্ষিণ দিনাজপুরে জেলার কুশমন্ডি ব্লকে ভারতীয় জনতা পার্টির এস টি মোর্চার পক্ষ থেকে সাওতালি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হলো মঙ্গলপুর আদিবাসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন মাঠে ।
এই দিন অনুষ্ঠানে ভারতীয় জনতাপার্টির সৃষ্টি কর্তা বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদের ছবিতে মাল্য দান এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সুচনা করা হয় ।। এই আনুষ্টানে উপস্তিত ছিলেন দঃদিনাজপুরে বিজেপি সভাপতি শুভেন্দু সরকার, দঃদিনাজপুরে বিজেপি নেতা বিপ্লব মিএ ,উওর মালদার সাংসদ খগেন মুরমু বিজেপি এসটি সেলের জেলা সভাপতি বুধরাই টুডু, কুশমন্ডি গ্ৰাম পঞ্চায়েতে প্রধান সন্ধ্যায় মারডি কুশমন্ডি বিজেপি সভাপতি নিমাই দাস কুশমন্ডির বিরোধী দল নেত্রী কবিতা গোস্বামী Z২ বিজেপি সভাপতি লক্ষিন্দর সরকার এছাড়াও অরো অনেকেই।
About Post Author
Editor Desk
Please enter a description
Please enter a price
Please enter an Invoice ID