রেশম ঝাঁপি ব্লুমস পত্রিকার পক্ষ থেকে পুরস্কৃত হচ্ছেন কবি ও সম্পাদক ফারুক আহমেদ
সংবাদদাতা:
রেশম ঝাঁপি ব্লুমস পত্রিকার উদ্যোগে বই প্রকাশ, সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে সোনারপুর ঘাসিয়াড়া বিদ্যাপীঠ হাই স্কুল অডিটোরিয়ামে। ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার সকাল ১১টায় অনুষ্ঠানের শুভ সূচনা হবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পবিত্র মুখোপাধ্যায়। তাঁকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে সম্মানিত করা হবে।
উপস্থিত থাকছেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা, সুভাষ মজুমদার, কৃষ্ণা বসু,ফারুক আহমেদ, বিধায়ক ফেরদৌসী বেগম, জেলা পরিষদের সদস্য ও মাতৃভূমি কালচারাল ফোরাম সম্পাদক রঞ্জন বৈদ্য, শিশুসাহিত্যিক সুখেন্দু মজুমদার, বরুণ চক্রবর্তী অধীর কৃষ্ণ মণ্ডল সহ বিশিষ্টজনেরা।
এদিন স্মৃতি সম্মাননা প্রদান করা হবে অমিত চক্রবর্তী, সিদ্ধার্থ সিংহ, ফারুক আহমেদ ও অসিকার রহমানকে।
এছাড়াও সম্মাননা পাচ্ছেন সজল বন্দ্যোপাধ্যায়, সঞ্জীবচন্দ্র বসাক, রঞ্জন চৌধুরী, শিব ব্রত গুহ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করবেন কবি প্রসেনজিৎ রায়।
রেশম ঝাঁপি ব্লুমস পত্রিকার সম্পাদক কুমারেশ সরদার জানিয়েছেন, “এই মহত্তর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন সুস্থ সমাজ গড়তে ও সাহিত্য সংস্কৃতির প্রসার ঘটাতে।”