গৃহস্থলির কাজে নিযুক্ত কর্মীদের জন্য প্রথম সর্বভারতীয় সমীক্ষার সূচনা করেছেন শ্রী ভূপেন্দর যাদব

0
555
The Union Minister for Environment, Forest & Climate Change, Labour & Employment, Shri Bhupender Yadav addressing at the flag off the field work of first ever ‘All India Domestic Workers Survey’, in New Delhi on November 22, 2021.
The Union Minister for Environment, Forest & Climate Change, Labour & Employment, Shri Bhupender Yadav addressing at the flag off the field work of first ever ‘All India Domestic Workers Survey’, in New Delhi on November 22, 2021.
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:4 Minute, 42 Second

গৃহস্থলির কাজে নিযুক্ত কর্মীদের জন্য প্রথম সর্বভারতীয় সমীক্ষার সূচনা করেছেন শ্রী ভূপেন্দর যাদব

By PIB Kolkata

        কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শ্রী ভূপেন্দর যাদব আজ গৃহস্থলির কাজে নিযুক্ত কর্মীদের জন্য প্রথম সর্বভারতীয় সমীক্ষার সূচনা করেছেন। চন্ডীগড়ের লেবার ব্যুরো এই সমীক্ষার কাজ করবে। গৃহস্থলির কাজে যুক্ত ব্যক্তিরা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক বলে বিবেচিত হন। কিন্তু দেশে কতজন এ ধরণের কাজে যুক্ত এবং তারা কোন পরিবেশে কাজ করেন সে সম্পর্কিত তথ্যের অভাব রয়েছে। তাই কেন্দ্র লেবার ব্যুরোকে এ বিষয়ে সর্বভারতীয় সমীক্ষার দায়িত্ব দিয়েছে।

        শ্রী যাদব এই উপলক্ষ্যে একটি নির্দেশনামা ও প্রশ্নাবলী প্রকাশ করেছেন। এর মাধ্যমে ৩৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৭৪২টি জেলায় সমীক্ষার কাজ করা হবে। শ্রী যাদব বলেন স্বাধীনতার পর এই প্রথম গৃহস্থলির কাজে যুক্ত ব্যক্তিদের নিয়ে সমীক্ষা করা হচ্ছে। সরকার সকলকে নিয়ে কাজ করতে উৎসাহী। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা যাতে সমাজের প্রান্তিক স্তরে পৌঁছায় তার জন্য তথ্য নির্ভর বিভিন্ন নীতি বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ মন্ত্রে দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। সর্বভারতীয় সমীক্ষা এবং ই-শ্রম পোর্টাল এই উদ্যোগেরই অঙ্গ।   

        দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলী, মন্ত্রক ও লেবার ব্যুরোর আধিকারিকদের অভিনন্দন জানিয়ে বলেন, এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। দপ্তরের সচিব শ্রী সুনীল বার্থওয়াল, মুখ্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা শ্রী ডিপিএস নেগী সহ উচ্চপদস্থ কর্মকর্তারা সমীক্ষার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

        গৃহস্থলির জন্য কর্মরতদের এই সমীক্ষায় জাতীয় স্তরে এবং রাজ্যস্তরে কতো মানুষ এর মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করেন সে বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি কতজন বাড়ি থেকে কাজ করতে যান এবং কতজন কর্মস্থলে থেকে কাজ করেন, পরিযায়ী ও অপরিযায়ী কর্মী, তাদের বেতন এবং অন্যান্য আর্থ-সামাজিক বিষয়গুলি সম্পর্কে এই সমীক্ষার মাধ্যমে জানা হবে।

        গৃহস্থলির কাজে যুক্ত কর্মীরা যেখানে কাজ করেন সেই বাড়ির আয়তন, ধর্ম, সামাজিক অবস্থান, মাসিক ব্যায় এবং কি পরিবেশে তারা থাকেন সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। এছাড়াও কর্মীদের নাম, বয়স, তারা বিবাহিত না অবিবাহিত, শিক্ষাগত যোগ্যতা এবং পরিবারের মূল পেশা সম্পর্কে জানা হবে। কর্মীরা কাজের জায়গায় কিভাবে যান, বাড়ি থেকে কাজের জায়গার দূরত্ব কত এবং কোভিড মহামারীর পর তাদের বেতনের ওপর কোনো প্রভাব পরেছে কিনা সে সম্পর্কেও তথ্য সংগ্রহ করা  হবে।   

        ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী দেশে ৬ হাজার ১৯০টি গ্রাম এবং ৬ হাজার ৫৭৬টি শহরাঞ্চলে এই কাজ করা হবে। দেড় লক্ষ বাড়িতে এই সমীক্ষার কাজ এক বছর ধরে চলবে।

About Post Author

Antara Tripathy

Chief Editor & CEO of IBG NEWS (09/Aug/2018-Present), Secretary of All Indian Reporter's Association,West Bengal State Committee. Earlier Vice President of IBG NEWS (01/Jan/ 2013-08/Aug/2018). She took over the charge from the Founder Editor of the Channel.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here