চলতি অর্থ বর্ষে ভারত রপ্তানি বাণিজ্য ক্ষেত্রে এক মাইলফলক অর্জন করেছে:শ্রী সন্তোষ কুমার সারেঙ্গী,ডিজিএফটি
By PIB Kolkata
কলকাতা ,৭ মে,২০২২:
চলতি অর্থ বর্ষে ভারত রপ্তানি বাণিজ্য ক্ষেত্রে এক মাইলফলক অর্জন করেছে। ২০২২ সালে দেশে রপ্তানির পরিমাণ ৪১৮ বিলিয়ন মার্কিন ডলার ছড়িয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড(ডিজিএফটি) এর শ্রী সন্তোষ কুমার সারেঙ্গী। কলকাতায় আজ ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের পূর্বাঞ্চলীয় শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন আগামীদিনে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। রাশিয়া- ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ব বাজারের পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ভারতের গৃহীত পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি। শ্রী সারেঙ্গী বলেন দেশে রপ্তানি বৃদ্ধিতে ১৪ টি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপর জোর দেন তিনি। একই প্রসঙ্গে শ্রী সারেঙ্গী আত্মনির্ভর ভারতের কথাও উল্লেখ করেন। তিনি জানান শিল্প ক্ষেত্রে উৎসাহদানে উৎপাদন সংযুক্ত উৎসাহ প্রকল্প(পিএলআই) নিয়ে আসা হয়েছে।



শ্রী সারেঙ্গী আরও জানান, দেশে সহজে ব্যবসার পাশাপাশি রপ্তানি প্রক্রিয়া সহজ করে তুলতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পিএম গতি-শক্তির সুবিধার কথাও বলেন তিনি। শ্রী সারেঙ্গী বলেন দেশে বৈদ্যুতিন সামগ্রী রপ্তানির বেড়েছে। পর্যটন ও পরিষেবা ক্ষেত্রের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। শ্রী সারেঙ্গী বলেন ভারত-আমিরশাহী সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) ভারতের অর্থনীতিকে উন্নত করতে এবং নিজস্ব ভূ-অর্থনৈতিক কৌশল অনুসরণ করতে সাহায্য করবে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তি (ইন্ডিয়া-অস্ট্রেলিয়া ইসিটিএ) স্বাক্ষরিত হয়েছে বলে জানান তিনি। রপ্তানি ক্ষেত্রের সমস্যা ও সুযোগ সুবিধা চিহ্নিত করে ডিজিএফটি- এর কাছে মতামত দেওয়ার আহ্বান জানান । তিনি আরও বলেন দেশের ২০০ টি জেলাকে রপ্তানি হাব হিসেবে চিহ্নিত করা হয়েছে। এইসব জেলায় রপ্তানিকারকদের সাহায্যার্থে উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় বন্দরের চেয়ারম্যান শ্রী বিনীত কুমার জানান সহজে ব্যবসার ক্ষেত্রে এই বন্দর একাধিক পদক্ষেপ নিয়েছে। নদী পথে পণ্য রপ্তানিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এদিনের অনুষ্ঠানে ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের পূর্বাঞ্চলীয় শাখা’র চেয়ারম্যান সুশীল পাটোয়ারী সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।