
স্বাধীনতা, আজ তোমাকে দিলাম স্বাধীনতা
সুমন মুন্সী
স্বাধীনতা আজ তোমায় দিলাম স্বাধীনতা।
ইচ্ছে হলে তুমি মেঘ হয়ে দূর পাহাড়ে ভেসে যাও,
ইচ্ছে হলে মেঘ থেকে বৃষ্টি হয়ে ঝরে যাও ,
ইচ্ছে হলে দখিনা বাতাস হয়ে, প্রথম বসন্তের পরশ দাও।
তোমার যা খুশি তাই করো, আজ তোমায় দিলাম স্বাধীনতা।
শুধু প্রশ্ন করার স্বাধীনতা তোমার থাকবে না,
বাতাস হয়ে তুমি বইবে, কিন্তু কোথায় বইবে?
সে স্বাধীনতা তোমার থাকবে না,
সূর্যের আলো হয়ে ফুটবে, প্রথম ভোরের আলোর মতো,
কিন্তু ওই বস্তিটার ফাটা টিনের চালে তুমি আলো হবে না,
ওদের জন্য তোমার বৃষ্টি থাকবে অবিরত ধারায়।
বাবুদের আমোদের অনুষ্ঠানে তুমি হবে, দিলরুবা,
সবার পছন্দের গেলাসে তুমি থাকবে আমার স্বাধীনতা,
ভাগাড়ের স্তূপের থেকে ছিনিয়ে নিয়ে খাবো না,
থাকবে না তুমি আমার এই না বলার অধিকারে,স্বাধীনতা ।
শিক্ষার অঙ্গনে থাকবে না তুমি,
স্বাধীন দেশের পরাধীন স্বাধীনতা,
মানুষ গড়ার শিক্ষায় নেই তোমার অধিকার ।
তুমি রাতের রজনীগন্ধা হয়ে ফুটবে বেগমের খোপাঁয়,
আর ভুখা মানুষের জিন্দা লাশের ওপর থাকবে।
যে মেয়েটা রোজ রাতে হয় হাত বদল,
তাঁর থাকবেনা ঘর বাঁধার স্বাধীনতা,
শুধু বিবিদের নাগর বেছে নিতে,
স্বাধীনতা, তুমি থাকবে উদার হস্তে ।
সময় পেলে বোলো প্রতি পদে যাদের সইতে হয় গ্লানি,
সন্তানের দুমুঠো ভাতের জন্য যাদের,অনাহারে নেই চোখে পানী ,
সেই মানুষেদের ঘরে এক বার গিয়ে তো দেখো,
দেখবে মুখোশের চোখেও আসবে পানি ।
জীবিকার জন্য জীবন, নাকি জীবনের জন্য জীবিকার স্বাধীনতা ,
একটা প্রশ্ন করি তোমাকে, তুমি নিজেও কি পেয়েছো স্বাধীনতা?
মুক্তির স্বাদ পেতে, আর কত রক্তের বিনিময়ে দেবে স্বাধীনতা,
কেউ কথা রাখে না, কেউ কথা রাখবে না,
তবু আমাদের আছে, কথা দেবার স্বাধীনতা ।
তাই স্বাধীনতা, আজ তোমাকে দিলাম স্বাধীনতা ।