
বাঁচবো র আয়োজনে সুন্দরবনে মেগা স্পেশালিটি স্বাস্থ্য শিবির।
স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বাঁচবো র পরিচালনায় সম্প্রতি পাথরপ্রতিমা র পঞ্চমের বাজার এলাকায় বাঁচবো বিকশিত স্কুলের নিজস্ব ভবনে আয়োজন করা হয়েছিলো মেগা স্পেশালিটি স্বাস্থ্য শিবির। এই স্বাস্থ্য শিবিরে ছিলেন মেডিসিন, কার্ডিওলজি, নিউরো সাইক্রিয়াট্রি, স্ত্রীরোগ, অস্থিরোগ, জেরিয়াট্রিক, দন্ত ও মুখমণ্ডল, ডিমেনশিয়া ও সাধারণ বিষয়ক বিশেষজ্ঞ এগারো জন চিকিৎসক সাথে নার্সিং টিম, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ও প্যারামেডিকেল টিম।

এই শিবির সংঘঠিত করতে বাঁচবো র এই উদ্যোগে পাশে দাড়িয়েছে রাজ্যের অন্যতম চিকিৎসকদের সংগঠন “প্রোটেক্ট দ্যা ওয়ারিয়র্স” ও বার্ধক্য চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়া র পশ্চিমবঙ্গ শাখা। একই সাথে এই শিবিরে ছিলো চক্ষু পরীক্ষা ও চোখের দৃষ্টি শক্তি পরীক্ষা শিবির। “পিয়ারলেস আই কেয়ার” এর সহযোগিতায় চক্ষু শিবিরটি সম্পন্ন হয়েছে। এর জন্য উপস্থিত ছিলেন চার জন অপ্টোমেট্রিস্ট। শিবিরের দুইদিন আগে থেকে চলা প্রাকৃতিক দুর্যোগ ও মুষলধারে বৃষ্টির পরেও প্রায় তিন শতাধিক মানুষ এসেছিলেন এই শিবিরে। বাঁচবো র সুন্দরবন স্কুলের স্থানীয় কার্যনির্বাহী শ্রী চৈতন্য দত্ত, যিনি মূলত রোগীদের নাম নথিভুক্তির দায়িত্বে ছিলেন তাঁর কথায় আবহাওয়া অনুকূলে থাকলে রোগীর সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে যেত। এক একজন রোগী নূন্যতম দুই বা তিন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখানোর এই সুবর্ণ সুযোগ গ্রহণ করেছেন।

শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যাপক ডাঃ কৃষ্ণেন্দু রায়, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ রিভু বসু, রায়গঞ্জ মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ অরিজিৎ দাস, বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ রমা গুহ, বিশিষ্ট নিউরো সাইকিয়াট্রিস্ট ডাঃ নীলাঞ্জন চন্দ্র, বিশিষ্ট বার্ধক্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ধীরেশ কুমার চৌধুরী, বিশিষ্ট অস্থি রোগ বিশেষজ্ঞ ডাঃ কার্তিক নসিপুরী, বিশিষ্ট ম্যাক্সিলো ফেসিয়াল সার্জন ডাঃ দেবাঙ্কুর রায়, বিশিষ্ট সাধারণ রোগ বিশেষজ্ঞ ডাঃ গণেশ চন্দ্র মন্ডল ও বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ দেবলীনা দে দাস। ছিলেন বিশিষ্ট ডিমেনশিয়া কেয়ার বিশেষজ্ঞ ও ফিজিওথরাপিস্ট শ্রী জয়ন্ত ঘোষ। এই শিবির চলাকালীন ডিমেনশিয়া নিয়ে সচতনতা মূলক বক্তব্যও রাখেন তিনি সাথে বিশিষ্ট বার্ধক্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ধীরেশ কুমার চৌধুরী। বিনামূল্যে এত জন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার সুযোগের পাশাপাশি বেশ কিছু রোগীকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিনামূল্য ইসিজি করা হয়। পরামর্শ গ্রহণকারী প্রত্যেক রোগীকেই বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। বাঁচবো র পক্ষ থেকে ওষুধ বিতরণের দায়িত্বে থাকা শ্রী সুশীল শর্মা র কথায় এক একজন রোগীকে নূন্যতম প্রায় দুইশো টাকা মূল্যের ওষুধ দেওয়া হয়েছে। ওষুধ ক্রয়ের জন্য সহযোগিতা করেছে অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স এর টালিগঞ্জ শাখা ও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।

অধ্যাপক ডাঃ কৃষ্ণেন্দু রায় যিনি শিবিরে প্রচুর সংখ্যক রোগী দেখেছেন, তাঁর কথায় এখানকার রোগীদের জন্য ভীষণ জরুরী ছিলো এই ধরনের শিবির, অনেকেই আর্থিক কারণে কলকাতা বা ডায়মন্ড হারবারে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করতে পারেন না। তারা বিশাল সুযোগ পেলেন এই শিবিরে, তাও আবার সম্পূর্ন বিনামূল্যে। প্রচুর প্রবীণ মানুষ ও মহিলা এই শিবিরে এসেছিলেন দূরদূরান্ত অঞ্চল থেকে। উৎসাহ প্রদানের জন্য উপস্থিত ছিলেন পাথরপ্রতিমা র মাননীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রী সমীর কুমার জানা। তিনি তাঁর বক্তব্যে দীর্ঘদিন ধরে চলা শিক্ষা সংস্কৃতি ও স্বাস্থ্য ক্ষেত্রে সুন্দরবনের মানুষের জন্য নেওয়া বাঁচবো সংস্থা র দৃষ্টান্ত স্থাপনকারী কাজের ভুয়সী প্রশংসা করেন এবং এই ক্ষেত্রে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বিদগ্ধ মানুষ ও চিকিৎসকদের বাঁচবো র মাধ্যমে প্রত্যন্ত এই অঞ্চলে তাঁদের বিভিন্ন সময় উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন পাথরপ্রতিমা র পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আব্দুর রেজ্জাক মহাশয় ও স্থানীয় পঞ্চায়েত প্রধান শ্রী কাশীনাথ বেরা। চক্ষু পরীক্ষা র পর প্রায় পঞ্চাশ জন রোগীর জন্য অতীব স্বল্প মূল্যে চশমা এবং কলকাতায় নিয়ে এসে ছানি অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বেসরকারি উদ্যোগে এতজন বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এই ধরনের শিবির সুন্দরবনে সম্ভবত প্রথমবার। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে সুন্দরবনের মানুষের কাছে এটা বিরাট প্রাপ্তি। এই প্রসঙ্গে । “বাঁচবো” র কর্ণধার ডাঃ ধীরেশ কুমার চৌধুরী জানিয়েছেন আগামী দিনে চেষ্টা করা হবে বছরে তিন থেকে চারটি এই ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে শিবিরের আয়োজন করার। তিনি এও জানিয়েছেন যে “অ্যাকলারিস” এর সহযোগিতায় গড়ে ওঠা প্রতি মাসের জেরিয়াট্রিক ওপিডি তে এলাকার প্রচুর প্রবীণ মানুষ নিয়মিত ভাবে চিকিৎসার সুযোগ নিচ্ছেন।