‘কনসার্ট ফর বাংলাদেশ ১৯৭১: ইউনাইটেড ফ্রেন্ডস অব বাংলাদেশ’—বইটি একটি মুক্তিযুদ্ধের দলিল হিসেবে থাকবে
ফারুক আহমেদ
গত কয়েকবছর করোনার সংকটের কারণে বইমেলা ঠিক জমে ওঠেনি। দিন দিন বইমেলা জমে ওঠতে শুরু করেছে। শুক্রবার, বইমেলায় মানুষের উপস্থিত ছিল দেখার মতো। বিভিন্ন স্টলের ছিল মানুষের বইকেনা ও দেখার উৎসব। লেখকদের বই প্রকাশ নিয়ে গ্রন্থ উন্মোচন মঞ্চটিও পাঠক–লেখক ছিল ভরপুর। মঞ্চে স্বপ্ন ’৭১ প্রকাশন থেকে প্রকাশিত আবু সাঈদ ও প্রিয়জিৎ দেবসরকারের লেখা মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণাগ্রন্থ ‘কনসার্ট ফর বাংলাদেশ ১৯৭১: ইউনাইটেড ফ্রেন্ডস অব বাংলাদেশ’ বইটি মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত কথাসাহিত্যিক আনিসুল হক, ষষ্ঠবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গীতিকার কবির বকুল, দুই বাংলা জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস, স্বপ্ন ’৭১ প্রকাশনের প্রধান নির্বাহী রাজিয়া সুলতানা ঈশিতা, বইয়ের লেখক আবু সাঈদ ও প্রিয়জিৎ দেবসরকার।
চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘অসংখ্য ধন্যবাদ লেখকদ্বয়কে। আসলে কনসার্ট ফর বাংলাদেশ একটি আবেগের জায়গায়, এটি আমাদের মুক্তিযুদ্ধের সময় দারুণভাবে সহযোগিতা করেছে। ‘কনসার্ট ফর বাংলাদেশ ১৯৭১: ইউনাইটেড ফ্রেন্ডস অব বাংলাদেশ’ বইটি মুক্তিযুদ্ধের দলিল হিসেবে থাকবে—এটা আমি বিশ্বাস করি। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্ম্পকে অনেক বেশি জানাতে চায় তাদের জন্য ‘ইউনাইটেড ফ্রেন্ডস অব বাংলাদেশ’ বইটি অন্যান্য উপাদান হিসেবে থাকবে।’
কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ে কনসার্ট ফর বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বইটিও তা উল্লেখ করা হয়েছে। ’
‘কনসার্ট ফর বাংলাদেশ ১৯৭১: ইউনাইটেড ফ্রেন্ডস অব বাংলাদেশ’ বইয়ের লেখক আবু সাঈদ বলেন, বইটি আমরা মুক্তিযুদ্ধের সময়ে বিশ্বজনমত গড়ে তোলার জন্য মেডিসন স্কোয়ার গার্ডেন অনুষ্ঠিত বিশ্বমানবতার প্রথম কনসার্ট—দ্য কনসার্ট ফর বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করেছি। এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা ছিলেন ভারতের পণ্ডিত রবিশংকর ও ব্রিটেনের জর্জ হ্যারিসন। তারা কীভাবে এই আয়োজনটি করে তা আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্ঠা করছি। এছাড়া আমরা চেষ্টা করেছি বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসটি তুলে ধরতে।’
লেখক ও গবেষক প্রিয়জিৎ দেবসরকার বলেন, ‘বইটি বাংলা ভাষা প্রকাশের পর ব্যাপড় সাড়া মেলে। আমি যেহেতু বিদেশে থাকি। বিদেশে অনেক এটা পড়তে চায়। ফ্রাংকফুট বইমেলা বইটি প্রদর্শিত হওয়ার পর অনেক প্রকাশন ও পাঠক দেখে বইটি ইংরেজি ভাষা প্রকাশ করার ব্যাপার উদ্বুদ্ধ করেন। এটি ইংরেজিতে প্রকাশিত হলো।এটা আমাদের জন্য আনন্দের বিষয়।’
স্বপ্ন ’৭১ প্রকাশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘কনসার্ট ফর বাংলাদেশ: দুই বন্ধু এক দেশ’ বইটি গতবছর একুশে বইমেলায় বাংলা ভাষা প্রকাশিত হয়েছিল, এবারের তা ইংরেজি প্রকাশিত হলো। এটা আমাদের জন্য ভীষণ লাগার বিষয়। এরসঙ্গে আপনাদের জানিয়ে রাখি বইটি আন্তর্জাতিক কলকাতা বইমেলায় দীপ প্রকাশন থেকে একটি সংস্করণ প্রকাশিত হয়েছে। বইটি পাওয়া স্বপ্ন’৭১ প্রকাশন, স্টল ২৫২ নম্বারে।’
স্বপ্ন ’৭১ প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়। মূল্য ৩০০ টাকা। ভারতের পরিবেশক হিসেবে “উদার আকাশ” প্রকাশন। এছাড়া বাংলাদেশে রকমারি, প্রথমা ডটকমে পাওয়া যাবে।