Demonetisation: Delhi CM and Bengal CM Mamata Banerjee to address rally at Azadpur Market today
Bengal Chief Minister Mamata Banerjee and her Delhi counterpart Arvind Kejriwal will address a rally against demonetisation of Rs 500 and Rs 1000 notes oraganised by the Aam Aadmi Party.
The rally will be held at Azadpur Mandi, the biggest vegetable and fruits wholesale hub in the national capital.
“कल आज़ादपुर मंडी में जनसभा मैं उपस्थित रहूंगी। मैं वहाँ १:४५ बजे तक पोहुंच जाउंगी (I will be present at Azadpur Mandi tomorrow for the public rally. I will reach there by 1:45 PM), Mamata Banerjee said in a tweet.
Mamata Banerjee had met the President of India yesterday urging him to ask the Centre to immediately withdraw the draconian decision.
আজ আজাদপুর বাজারে দিল্লির মুখ্যমন্ত্রীর সাথে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ইস্যুতে আজ একটি জনসভার আয়জন করেছে আম আদমি পার্টি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভাষণ দেবেন এই জনসভায়।
জনসভাটি হবে দিল্লির সবচেয়ে বড় সবজি ও ফলের পাইকারি বাজার আজাদপুর মাণ্ডিতে।
“कल आज़ादपुर मंडी में जनसभा मैं उपस्थित रहूंगी. मैं वहाँ 1:45 बजे तक पोहुंच जाउंगी ( আগামীকাল দুপুর ১টা ৪৫ মিনিটের মধ্যে আমি আজাদপুর মাণ্ডির জনসভায় উপস্থিত থাকব) টুইট করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রের এই হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে গতকাল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটি স্মারকলিপিও জমা দেন।