Don’t fan communalism in Bengal: Mamata Banerjee warns BJP
Coming down heavily on the BJP, Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday slammed the party for “appropriating festivals” and accused it of insulting the ‘Om’ symbol by using it in political rallies.
“Do not hold Ram Navami programme claiming the festival to be your exclusive thing. Do not try to incite unrest. For thousands of years, various religious organisations have been carrying on Ram Navami rallies,” she said at a public rally in Bankura.
“A party is planting flags and placing ‘Om’ symbols. You can sit at home and chant ‘Om’. How can they (BJP) use religious symbols in political rally? In UP, they (BJP) talk of ‘Sabka Saath, Sabka Vikas’ and in Bengal they play divisive politics.. they want to divide the Hindus-Muslims… the Sikhs-Christians, she added.
“One day if the Banerjees say that they have no relation with Chatterjees… if the tribals will say we will not live with Hindus… so on and so forth…. what will happen? Everything will shatter to pieces. The country will not remain united,” she said, adding Basanti Puja was always celebrated in Bengal.
ধর্মীয় অনুষ্ঠান নিয়ে রাজনীতি করছে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়
ধর্মের নাম ভেদাভেদের রাজনীতিকে উস্কানি দেওয়ার অভিযোগে বিজেপিকে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাঁকুড়ায় একটি জনসভায় তিনি বলেন:
• ভারতে ৩৩ কোটি দেব-দেবী রয়েছে। কেউ রামের পুজো করে, আবার কেউ রহিমের।
• আগেও বাংলায় বাসন্তী পূজো ছিল। নবমীর দিন রামনবমী পালন করা হতো। একে নিজেদের (বিজেপি) প্রোগ্রাম বলে চালাবেন না। এর সঙ্গে বিজেপি-র কোনও সম্পর্ক নেই।
• কোনও কাজ নেই, বিজেপি শুধু ধর্মীয় সুড়সুড়ি দিচ্ছে। পার্টির মিটিং-এ ধর্মের কথা বলছে। এখন বিজেপি উৎসব-ধর্মীয় অনুষ্ঠান নিয়েও রাজনীতি করছে।
• পার্টির পতাকায় ‘ওঁ’ লিখে দিচ্ছে। ধর্মগুরুরা ‘ওঁ’ লেখে। পলিটিক্যাল পার্টির পতাকায় ‘ওঁ’ লিখছে। কী ভাবে ধর্মীয় প্রতীক রাজনৈতিক মিছিলে ব্যবহার করছে? তাহ লে প্রতীক পরিবর্তন করে নিন।
• উত্তরপ্রদেশে বলছে ‘সবকা সাথ সবকা বিকাশ’। বলছে মুসলমানদের ভোট পেয়েছে। আর এখানে এসে হিন্দু-মুসলমান ভাগ করছে।
• সিপিএম-এর মন্ত্রে চলছে বিজেপি। এরা দিনে সিপিএম, রাতে বিজেপি। দিনে বিজেপি, রাতে সিপিএম। আসলে সিপিএম-এর কোলে বিজেপি দোলে।
• আমরা যেমন ঈদ পালন করি, তেমনই ক্রিসমাসও পালন করি। আমার বাড়িতে গত ৪০ বছর ধরে কালী পুজো হয়ে আসছে।