Tantuja is now Global Brand – Bengal Govt’s textile brand Tantuja to sell sarees in USA

0
1916
Baluchori Saree - Bengal Art in Textile
Baluchori Saree - Bengal Art in Textile
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:3 Minute, 1 Second

Bengal Govt’s textile brand Tantuja to sell sarees in USA

Bengal Govt’s textile brand Tantuja to sell sarees in USA

The West Bengal State Handloom Weavers’ Co-operative Society Limited, selling its products under the brand name, Tantuja, has announced its partnership with Amazon to enter the US market. This is the first expansion of Tantuja into the global stage. Through the e-commerce portal, Tantuja would sell sarees in USA.

Amazon is a pioneer in global e-commerce space with over 20 years of experience.

Tantuja has been selling handloom products crafted by local artisans and weavers of Bengal on the portal since last year. The brand has seen excellent response from customers across the country. This association with Amazon will help the co-operative society satisfy the huge global demand for traditional Indian products.

The West Bengal State Handloom Weavers’ Co-operative Society, after being rejuvenated through the personal initiative of Chief Minister Mamata Banerjee, has enabled thousands of local weavers, artisans and craftsmen to get direct access to customers while ensuring that they get the right value for their offerings.

The Trinamool Congress Government has been giving special thrust to the textile sector of Bengal, which has a huge potential. Among other things, the Biswa Bangla brand has been created as an umbrella brand to sell the textile and handicrafts of the State, through the Biswa Bangla-branded showrooms.

এবার মার্কিন মুলুকেও পাওয়া যাবে বাংলার তন্তুজর শাড়ি

অ্যামাজনের সাথে চুক্তি করল দি ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভারস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড যারা নিজেদের তৈরি সামগ্রী বিক্রি করে তন্তুজ’র নামে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রেও এবার পাওয়া যাবে বাংলার শাড়ি। এই প্রথম বিশ্ব বাজারে পাড়ি দেওয়ার উদ্যোগ নিল তন্তুজ।

বাংলার তাঁতিদের তৈরি শাড়ি ও অন্যান্য বস্ত্রসামগ্রী অনলাইনে ই-কমার্সের মাধ্যমে তন্তুজ বিক্রি করছে গত বছর থেকে। সারা দেশ থেকে মিলেছে ব্যাপক সাড়া। এবার অ্যামাজনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তন্তুজ মেটাবে আন্তর্জাতিক চাহিদা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় তন্তুজ পুনর্জীবন লাভ করেছে। এর ফলে হাজার হাজার তাঁতি, কারিগররা সরাসরি গ্রাহক পর্যন্ত পৌঁছতে পারছে, তার ফলে তাঁরা নিজেদের পরিশ্রমের উপযুক্ত মুল্য পাচ্ছেন।

তৃণমূল সরকার বিশেষ জোর দিয়েছে বস্ত্রশিল্পের ওপর। অন্যান্য শিল্পের পাশাপাশি বস্ত্রশিল্পেরও আছে বেড়ে ওঠার প্রবল সম্ভাবনা। ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ডের দৌলতে রাজ্যের সকল বস্ত্র ও হস্তশিল্পীরা নিজেদের সামগ্রী বিক্রী করতে পারছেন।

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD