Read Time:3 Minute, 39 Second
A group of students from Bangladesh has placed a request before Deputy High Commission of Bangladesh to establish a permanent Shaid Minar at Burdwan University Campus for recognition of International Mother Language Day. As you 21st February every year has been declared as International Mother Language Day.
Reported by Jahangir Alam,University of Burdwan
Original Bengali letter
বরাবর
মাননীয় উপ-হাইকমিশনার
বাংলাদেশ উপ-হাইকমিশন
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।
বিষয় : বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ মিনার স্থাপনের জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা নিন্মে স্বাক্ষরকারী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী ও বাংলাদেশের নাগরিক। আমরা এই মর্মে আপনার অবগতি ও কার্যকরী পদক্ষেপের লক্ষ্যে জানাচ্ছি যে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি (৮ ফাল্গুন ১৩৫৮) সংঘটিত বাংলাদেশের ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি শহীদ মিনার স্থাপনের জন্য বাংলাদেশের নাগরিক ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিবিএ (অনার্স) শিক্ষার্থী জাহাঙ্গীর আলম গত ৫ এপ্রিল ২০১৭ ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের কাছে আবেদন জানান।আবেদনে উল্লেখ করেন ভারতের কলকাতা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, ঝাড়খণ্ড,হলদিয়া, চন্দননগর ও বনগাঁও সহ বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা শহিদ মিনারের বর্ণনা এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটি শহিদ মিনার স্থাপনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রস্তাবটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমে জানাতে বলেন। এমতাবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ উপ-হাইকমিশনের মাননীয় উপ-হাইকমিশনারের কাছে আবেদন বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ভাষা শহীদদের স্মরণে বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দৃষ্টি নন্দিত স্থানে একটি শহীদ মিনার স্থাপনের অনুরোধ জানাচ্ছি।
অতএব,মহোদয়ের কাছে বিনীত নিবেদন এই যে,শহীদ মিনার স্থাপনের বিষয়টি বিশেষ বিবেচনা পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হল।
বিনীত নিবেদক
জাহাঙ্গীর আলম (বিবিএ অনার্স)
নন্দিতা মল্লিক (পিএইচডি)
হরে কৃষ্ণ মলয়(পিএইচডি)
উৎপল রায়(পিএইচডি)
নিবেদিতা রায়(পিএইচডি)
রুপক ভট্টাচার্য(বিবিএ)
তনিমা মুদক(এমবিএ)
সন্জিদ টিকাধার(এমবিএ)
মেহেদি কাওসার (বিএসসি)
শাওন দেবনাথ (বিবিএ)
সংযুক্তি :
১। শহিদ মিনারের আবেদন পত্র (বি ইউ)
২।নিউজ কাটিং(৯টি)

Advertisements