Read Time:1 Minute, 33 Second
National Theater Council’s 2nd Conference made it a big for all workers and Artist related to stage.
During the press meet they raised voice for the theater movement in India.
Demand included low cost hall,light,equipment etc.
Original Bengali Report
মানুষের মনোরঞ্জনের পাশাপাশি নিজেদের শিল্পকলার মাধ্যমে নাটকের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে যায় একজন নাট্য কর্মী। কিন্তু সেই নাট্যকর্মীরা আজ বঞ্চিত রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন সুবিধা থেকে।
সারা ভারতবর্ষ ব্যাপী নাট্যকর্মীদের পাশে দাঁড়াতে তৈরি হল রাষ্ট্রীয় নাট্যপরিষদ। আজ সল্টলেকের একটি প্রেক্ষাগৃহে একটি সাংবাদিক সম্মেলন করে নাট্যকর্মীদের সুবিধা দেওয়ার দাবিতে সোচ্চার হয় এই পরিষদ।
ইতিমধ্যেই সারা ভারতবর্ষ ব্যাপী বিভিন্ন নাট্যদলের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে। তাদের দাবি প্রত্যেকটি রাজ্যের নাট্যকর্মীদের একই সুবিধা প্রদানের ব্যবস্থা করুক কেন্দ্র সরকার।
শিল্পীদের শিল্পসত্যা বাঁচিয়ে রেখে তাদের মর্যাদা প্রদানের দরজা খুলে দেওয়ার জন্যেই এই পরিষদ গঠন বলে জানান পরিষদের সদস্যরা।
Advertisements