এসআরএফটিআই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ডিজিটাল ফিল্ম তৈরি ও চলচ্চিত্র অভিনয়ের পাঠ্যক্রম চালু করল
By PIB Kolkata
কলকাতা, ২ অগাস্ট, ২০১৯
ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএসডিসি)বা জাতীয় দক্ষতা উন্নয়ন নিগম-এর উদ্যোগে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই) পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ডিজিটাল ফিল্ম তৈরি ও চলচ্চিত্র অভিনয়ের পাঠ্যক্রমচালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই কর্মসূচির আওতায় আগামীকাল, ৩ অগাস্ট উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে এসআরএফটিআই একটি পাঠ্যক্রম পরিচালনা করবে। গত বছর ২৮ জুলাই হুগলি জেলার জন্য চন্দননগরে এ ধরনের উদ্যোগ প্রথম নেওয়া হয়। এরপর, পশ্চিম বর্ধমান জেলার জন্য দুর্গাপুরে ও পরবর্তীতে কলকাতায় এ ধরনের কর্মসূচি নেওয়া হয়।
এনএসডিসি-র সহযোগিতায় পিয়ারলেস স্কিল অ্যাকাডেমি, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সঙ্গে যৌথ উদ্যোগে এই পাঠ্যক্রমগুলিতে ১৮-৬৮ বছর বয়সী যে কেউই অংশ নিতে পারেন। ছাত্রছাত্রীরা আশপাশের জেলাগুলি ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য থেকেও এই পাঠ্যক্রমগুলিতে অংশ নিতে পারবেন।
এসআরএফটিআই প্রতিবেশি রাজ্যগুলিতেও সৃজনশীল ব্যক্তিদের ভালো সিনেমা তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ভবিষ্যতে এই ধরনের পাঠ্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।