অর্থ্ তোমার কি অর্থ?
সুমন মুন্সী
জীবনে কিছুই পেলামনা আমি এই আক্ষেপ সবার,
বিল গেটস ও মিলিন্ডা হারায় অর্থের নেই কোনো অভাব।
আমীর খান ও গরিব হয়ে যায়, পত্নী হারা হয়ে,
কেয়ামত তাক অপেক্ষা বদলে যায় নতুন নারীতে।
জীবিকার পিছনে ছুটে বেড়াই, জীবন কে পিছু ফেলে,
ডাক্তার না হলে ছেলে মান সম্মান যায় মুছে।
ইঞ্জিনিয়ার বা মাস্টার চাই সরকারি চাকরি ভালো,
কামিয়ে নেবে দুপয়সা উপরি স্বভাব জেনো ।
স্কুলেতে পড়া হয়না, হাসপাতালে চিকিৎসা,
ব্রীজে উঠলেই হরিনাম জপ , ভয়ে করি প্রার্থনা।
কাজে ফাঁকি আর ঘুষের মাঝে দেশ গিয়েছে কোমা,
টাকার বিচারে বিচারপতি করেন মাফ সাজা।
বিদায় বেলায় প্রশ্ন জাগে ,ছুটলাম টাকার পিছে,
বন্ধুরা সব পিছেই ছিল ডাকিনি কেন কাছে।
সূর্য্য চন্দ্র গ্রহ তারা আকাশ ভরা সাঁঝে,
ওই আকাশেই মায়ের পাশে আমার জায়গা রবে?
মানুষ হবার খেলায় নেমে হয়েছি অমানুষ,
টাকার মূল্যে মানবতা আসমানী এক ফানুস।
বিধি আবার যদি জন্ম দিবে মানুষ হবার তরে,
এক বাড়ত শিক্ষা দিয়ো ভালো মানুষ হবার তরে ।
নতুন বৃষ্টি , কচি পাতা , সূয্যি ওঠার সাথে,
পাখি গান শুনিয়ে দিয়ো যাতে মনে পুলক জাগে।
টাকা কড়ি ভীষণ দামি অনেক কষ্টে পাওয়া,
কি লাভ বলো যখন সেই টাকাতেই সকল কষ্ট কেনা।
শিশুর হাসি, মায়ের স্নেহ হয় না কভু মলিন,
বন্ধু আমি তোদের ভালোবাসায় হয়েছি কুলীন ।