ভোজ্য তেল আমদানির ওপর নির্ভরশীলতা কমিয়ে আনা হচ্ছে

0
421
Cooking Oil by Wikipedia
Cooking Oil by Wikipedia
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:2 Minute, 59 Second

ভোজ্য তেল আমদানির ওপর নির্ভরশীলতা কমিয়ে আনা হচ্ছে

By PIB Kolkata

নয়াদিল্লি,  ২৪ মার্চ, ২০২৩

ভারত সরকার ২০১৮-১৯ থেকে জাতীয় খাদ্য সুরক্ষা মিশন- তৈলবীজ (এনএফএসএম-ওএস) রূপায়ণ করছে ভোজ্য তেলের সহজলভ্যতা বাড়াতে এবং আমদানি নির্ভরতা কমিয়ে আনতে। এজন্য তৈলবীজের (বাদাম তেল, সয়াবিন, রেপসিড এবং সরষে, সূর্যমুখী, সাফোলা, তিল, ক্যাস্টর) প্রভৃতির উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করা হচ্ছে। এর পাশাপাশি দেশে তৈলবীজ উৎপাদন এলাকার প্রসার ঘটানো হচ্ছে।

এছাড়াও ২০২১-২২এ কেন্দ্রীয় যোজনা হিসেবে ভোজ্য তেল এবং পাম তেল নিয়ে জাতীয় মিশন (এনএমইও-ওপি) চালু করা হয়েছে। এর পাশাপাশি পাম তেল উৎপাদনের জন্য চাষের প্রসার ঘটানো হয়েছে। উত্তর পূর্বাঞ্চল এবং আন্দামান-নিকোবরের ওপর বিশেষ লক্ষ্য দিয়ে ভোজ্য তেলের ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করে তুলতে পাম তেল চাষের এলাকা ৩.৭০ লক্ষ হেক্টর থেকে বাড়িয়ে ২০২৫-২৬এ ১০ লক্ষ হেক্টর করা হয়েছে। ২০২২-২৩এ ১৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকায় এই প্রকল্প রূপায়ণ করা হচ্ছে।

জাতীয় স্বাস্থ্য নিরাপত্তা মিশন- তৈলবীজ (এনএফএসএম-ওএস)এর অধীন ভারত সরকার বিশেষ কিছু প্রকল্প রূপায়ণ করছে। রেপসিড এবং শস্যের উন্নত উৎপাদনগুণ সম্পন্ন বীজের বিতরণ বাড়ানো হয়েছে। হাইব্রীড সরষে বীজ এবং সূর্যমুখীর উৎপাদন এলাকা বাড়াতে দেশজুড়ে হাইব্রীড সরষে উৎপাদন ২০২২-২৩ থেকে ২০২৪-২৫ পর্যন্ত তিন বছরের সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে। এর পাশাপাশি সরকার ২০২২-২৩এ ধান তোলার পর সেখানে সূর্যমুখী চাষের এলাকা সম্প্রসারণে বার্ষিক কর্মপরিকল্পনায় অনুমোদন দিয়েছে।

২০১৭-১৮ থেকে গুজরাট সহ দেশের ২৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকা জাতীয় স্বাস্থ্য নিরাপত্তা মিশন- তৈলবীজ (এনএফএসএম-ওএস) রূপায়ণ করছে ভারত সরকার। গুজরাটের ৩৩টি জেলাকেই সহায়তা প্রদান করা হচ্ছে।

রাজ্যসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর।

About Post Author

Antara Tripathy

Chief Editor & CEO of IBG NEWS (09/Aug/2018-Present), Secretary of All Indian Reporter's Association,West Bengal State Committee. Earlier Vice President of IBG NEWS (01/Jan/ 2013-08/Aug/2018). She took over the charge from the Founder Editor of the Channel.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here