Proud to have been born in Bengal: Mamata Banerjee at Banga Samman ceremony
The 2017 Banga Samman awards ceremony was held at Nazrul Mancha in Kolkata today. The evening was lit up by colourful cultural programmes, including folk songs and dances, and Rabindrasangeet.
Two categories of awards are presented as part of Banga Samman – Banga Bhushan and Banga Bibhushan. They were given away by Chief Minister Mamata Banerjee.
These awards, which are the highest civilian awards of the State, were instituted in 2011, after Mamata Banerjee came to power. Celebrated artistes, sportspersons, film-makers and intellectuals have been honoured with these awards in the past.
The recipients of Banga Bibhushan this year are YC Deveshwar, Dr Dhiman Ganguly, Dr Arun Prasad Mukherjee, Soumitra Chatterjee and Nirendranath Chakraborty. The recipients of Banga Bhushan are Khidmat Fakir, Chapal Bhaduri, Lakshman Das Baul, Rezwana Chowdhury Bonya, Dr Abhijit Chowdhury.
The salient points of the Chief Minister’s speech are:
- Today is a historic and memorable day for us.
- We are honoured to have felicitated poet Nirendranath Chakraborty. He is our inspiration.
- Shri YC Deveshwar is a celebrated industrialist. Dr Dhiman Ganguly is a venerated doctor.
- We are deeply honoured for being able to honour Soumitra Chatterjee. He has made Bengal famous across the globe.
- Dr AP Mukherjee is an experienced administrator. We also have with us Khidmat Fakir and Mr Rabha.
- Chapal Bhaduri is a famous name in the theatre world. We are honoured to have him with us.
- Our Maa-Mati-Manush Government took oath on May 20, 2011. We celebrate this day every year by giving away the Banga Samman awards.
- Bengal is a powerhouse of talent. Bengal shows the way to the world.
- Bengal is the epicentre of culture, harmony and progress.
- We are proud that we were born in Bengal. As long as we live, we will work for our motherland.
- People are our inspiration. We are here to work for the people.
- Our motto is ‘Bengal will be the world’s best’.
‘বঙ্গ সম্মাননা’ প্রদান করলেন মুখ্যমন্ত্রী
প্রতিবারের মতো এবছরও ‘বঙ্গ সম্মাননা’ প্রদান করলেন মুখ্যমন্ত্রী । অনুষ্ঠানটি আজ নজরুল মঞ্চে পরিবেশনা করা হল। পুরস্কার প্রদানের পাশাপাশি বিশিষ্ট শিল্পীরা পরিবেশন করলেন সাংস্কৃতিক অনুষ্ঠান।
মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের গুণী মানুষজনদের সম্মানিত করতে ‘বঙ্গ সম্মাননা’ শুরু করেন। নানা কৃতি মানুষজনকে ‘বঙ্গ বিভূষণ’ ও ‘বঙ্গ ভূষণ’ সম্মাননায় ভূষিত করা হয়।
এবছরের বঙ্গ বিভূষণ পুরস্কারের প্রাপকরা হলেন ওয়াই সি দেবেশ্বর, ডাঃ ধীমান গাঙ্গুলি, ডাঃ অরুণ প্রসাদ মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তী। বঙ্গ ভূষণ পেলেন খিদমত ফকির, চপল ভাদুরি, লক্ষ্ণণ দাস বাউল, রেজওয়ানা চৌধুরী বন্যা এবং ডঃ অভিজিৎ চৌধুরী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার প্রধান বক্তব্য :-
- আজকের দিনটি আমাদের কাছে ঐতিহাসিক ও স্মরণীয় দিন।
- নীরেন্দ্রনাথ চক্রবর্তী-কে সম্মানিত করতে পেরে আমরা কৃতজ্ঞ।
- শ্রী ওয়াই সি দেবেশ্বর একজন গণ্যমান্য শিল্পপতি। ডঃ ধীমান গাঙ্গুলি একজন বরেণ্য নাম।
- শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে সম্মানিত করতে পেরে আমরা কৃতজ্ঞ। বাংলাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন।
- ডঃ এ পি মুখার্জি প্রশাসনিক কাজের জীবন্ত উদাহরণ। আমাদের সাথে আজ আছেন খিদমত ফকির, মিঃ রাভা।
- চপল ভাদুরি থিয়েটার জগতের এক বিখ্যাত নাম। ওনাকে আজ আমাদের সঙ্গে পেয়ে আমরা আপ্লুত।
- ২০১১ সালের ২০ মে আমাদের মা মাটি মানুষ সরকার শপথ গ্রহণ করেছিল। প্রতি বছর এই দিন আমরা বঙ্গ সম্মাননা দিই।
- এই দিনটি আমাদের কাছে পবিত্র ও মধুর।
- বাংলায় অনেক প্রতিভা ও যশ আছে। বাংলাই সারা বিশ্বকে পথ দেখায়।
- বাংলাই সভ্যতা, সৃষ্টি, সংস্কৃতির মেরুকরণের সবচেয়ে বড় জায়গা।
- বাংলাই মানবিকতার পীঠস্থান, বাংলাই সম্প্রীতির জায়গা।
- বাংলায় জন্মগ্রহণ করে আমরা গর্বিত। যতদিন বাঁচব বাংলার জন্য কাজ করে যাব।
- মানুষই আমাদের পথ চলতে শেখায়। আমরা মানুষের জন্য কাজ করি।
- বাংলাই হোক বিশ্বসেরা এটাই আমাদের লক্ষ্য।
- আসুন আমরা শপথের বাংলা গড়ি, আসুন আমরা গর্বের বাংলা গড়ি।